আজকাল ওয়েবডেস্ক: নতুন করে উত্তাল পদ্মাপার। সাম্প্রতিক সময়ে একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। কোথাও হেনস্থা চরন, কোথাও পিটিয়ে খুনের অভিযোগ। বাংলাদেশে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘুদের উপর কতগুলি অত্যাচার হয়েছে? তথ্য দিয়ে জানাল ঢাকা।
সোমবার ইউনূসের দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, 'জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারাদেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে।'
সঙ্গেই জানানো হয়েছে, 'প্রতিটি অপরাধের ঘটনাই উদ্বেগজনক হলেও, তথ্য-উপাত্তের প্রমাণভিত্তিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে, অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত; যা একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নির্দেশ করে, অন্যদিকে ভীতি বা বিভ্রান্তির বদলে তথ্যভিত্তিক আলোচনার গুরুত্বকে তুলে ধরে।'
৬৪৫টি ঘটনার মধ্যে ক্তগুলি সাম্প্রদায়িক, তারও তথ্য দিয়েছে ঢাকা। জানানো হয়েছে, 'পর্যালোচনায় মোট ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, আর ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়ন করা হয়েছে। সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল, পাশাপাশি অল্পসংখ্যক অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত ছিল। '
ঢাকা পরিসংখ্যান দিয়ে জানিয়েছে-
সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা: ৭১
• মন্দির ভাঙচুর: ৩৮
• মন্দিরে চুরি: ০১
• হত্যাকাণ্ড: ০১
• মন্দিরে অগ্নিসংযোগ : ০৮
• অন্যান্য: ২৩ (অন্যের মধ্যে রয়েছে: প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতি ইত্যাদি)।
এইসব ঘটনায় সে দেশের অন্তবর্তী সরকারের পদক্ষেপ কী? জানানো হয়েছে তাও। ইউনূসের অন্তবর্তী সরকার জানিয়েছে, ৫০টি ঘটনায় মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তার করা হয়েছে ৫০জনকে। অন্যান্য পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে ২১টি ঘটনায়। যার মধ্যে রয়েছে, প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের ক্ষতি। তবে খতিয়ান দিয়ে ইউনূস সরকার জানিয়েছে, বেশিরভাগ ঘটনাই নাকি অসাম্প্রদায়িক। সেগুলির কারণ জমি সংক্রান্ত বিরোধ, চুরি, পূর্বশত্রুতা বলে জানানো হয়েছে। ঢাকার মতে, সাম্প্রদায়িক নয়, অথচ সংখ্যালঘুরা আক্রান্ত, এই ধরনের ঘটনা এক বছরে ঘটেছে ৫৭৪টি। এর মধ্যে ৩৯০টি ঘটনায় দায়ের হয়েছে মামলা। ইউডি মামলা হয়েছে ১৫৪টি। গ্রেপ্তার করা হয়েছে ৪৯৮জনকে। উল্লেখ্য, বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় জানুয়ারির শুরুতেই উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। তার দিনকয়েক পরেই সে দেশে এক বছরে কতগুলি সংখ্যালঘুদের উপর অপরাধের ঘটনা ঘটেছে, তার পরিসংখ্যান দিল ঢাকা।
