আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে বড় ধাক্কা পাকিস্তানের ক্রিকেটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্ক চলছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হয়েছে। পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি একপ্রকার হুমকি দিয়েছেন তারা বিশ্বকাপে দল পাঠাবে না। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। 

এর মধ্যেই পাক ক্রিকেট বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করতে আগ্রহী নয় অস্ট্রেলিয়ার কোনও মিডিয়াই। আর এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। ২৯ জানুয়ারি থেকে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু কোনও অজি সম্প্রচারকারী চ্যানেল টিভি স্বত্ত্ব নেয়নি। কারণ পাকিস্তানে যে সময়ে খেলা শুরু হবে, তখন অস্ট্রেলিয়ায় অনেক রাত। সেই সময়ে ক্রিকেট দেখতে আগ্রহী নন অস্ট্রেলিয়ার সমর্থকরা। সেই সময়ে বিজ্ঞাপন বাবদও অর্থ পাওয়া যাবে না। সব মিলিয়ে গভীর রাতে ক্রিকেট দেখিয়ে লাভবান হবে না অজি সম্প্রচারকারী মিডিয়া। পরে সেই ম্যাচ দেখালেও তাতে আর্থিক কোনও সুবিধা নেই। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। চলতি মাসের ২৯, ৩১ ও ফেব্রুয়ারির ১ তারিখ হবে ম্যাচগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূচি নিশ্চিত করেছে। ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার স্কোয়াড পৌঁছবে লাহোরে। এই সিরিজই টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে। 

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২০টি দল এবারের মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবারের বিশ্বকাপের আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে অবশ্য পাকিস্তান ও অস্ট্রেলিয়া অন্য গ্রুপে রয়েছে। পাকিস্তান গ্রুপ এ-র ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ বি-তে। 
দুটো দলেরই চোট আঘাতের সমস্যা রয়েছে। জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও টিম ডেভিড চোট সারিয়ে ওঠার চেষ্টায়। পাকিস্তানের শাহিন আফ্রিদি বিগ ব্যাশ লিগে চোট পেয়েছেন। ফলে বড় তারকারা অনেকেই এই সিরিজে খেলবেন না। দর্শকরা তাহলে কাদের দেখার জন্য মাঠে যাবেন? 

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ২৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ১৪ বার। পাকিস্তান ১৩ বার। একটা ম্যাচের কোনও ফলাফল হয়নি।