আস্তে আস্তে রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। সকালের দিকে হালকা ঠান্ডা পড়লেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছে অনেকটাই। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে আর বাংলায় পারদ পতনের সম্ভাবনা নেই।
2
7
দুপুরের দিকে ঘামও হচ্ছে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। হাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে ধীরে ধীরে শীত বিদায়ের জন্য প্রস্তুত হতে হবে। সোমবার থেকেই শহরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
3
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবারের তুলনায় খানিকটা বেড়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
4
7
জানুয়ারির শুরুতে রাজ্যজুড়ে কনকনে শীত থাকলেও মাসের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
5
7
সকালের দিকে কিছু কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।
6
7
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা ও আলিপুরদুয়ারে কয়েক ডিগ্রি পর্যন্ত পারদ বাড়তে পারে। এমনকি দার্জিলিং পাহাড়েও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
7
7
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির আশঙ্কা নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।