আজকাল ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে এখনও সেমিফাইনাল নিশ্চিত না হলেও সঠিক পথেই এগোচ্ছে টিম অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে একের পর এক দুঃসংবাদ আছড়ে পড়ল অজি শিবিরে। গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় গ্লেন ম্যাক্সওয়েল আগেই ছিটকে গিয়েছেন। এবার আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে অলরাউন্ডার মিচেল মার্শকেও পাওয়া যাবে না। বুধবার রাতেই দেশে ফিরে গিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার রাতেই এক বিবৃতিতে মার্শের বাড়ি ফেরার বিষয়টি জানিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, 'অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে বাড়ি ফিরে গিয়েছেন।' তবে তিনি ঠিক কবে ভারতে ফিরবেন সেটা নিশ্চিত করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শুধু জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না মার্শ। ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেও ঠিক কী কারণে তিনি বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়া ফিরে গেলেন সেটা এখনও জানা যায়নি। ম্যাক্সওয়েলের পর দলের আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারানো অজিদের জন্য বড় ধাক্কা।