আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের সিরিজের শুরুতে জিতলেও, দ্বিতীয় ম্যাচে হার। বর্তমানে সিরিজ ১-১। রবিবার তৃতীয় তথা শেষ ম্যাচ। যাকে ফাইনালের অ্যাখ্যা দেওয়া যায়। সেই ম্যাচই সিরিজের ভাগ্য গড়ে দেবে। সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে ভগবানের শরণাপন্ন হলেন কেএল রাহুল। তৃতীয় ম্যাচের আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গেলেন রাহুল। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নির্ণায়ক ম্যাচ। তার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এলেন রাহুল। শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের মধ্যে অন্যতম মহাকাল মন্দির। আন্তর্জাতিক ক্রিকেটের চাপের থেকে দূরে কিছুটা সময় পুরোপুরি অন্যভাবে কাটালেন ভারতের তারকা ক্রিকেটার। মহাকাল মন্দিরে রাহুলের প্রথমবার নয়। অতীতে একাধিকবার গিয়েছেন। ২০২৪ আইপিএল শুরুর আগে ভস্ম আরতিতে যোগ দেওয়ার পর নিজের মা-বাবার সঙ্গে মন্দিরে যান রাহুল। সাফল্যের কামনা করেন।

২০২৩ ইন্দোর টেস্টের আগে স্ত্রী আথিয়া শেঠির সঙ্গেও গিয়েছিলেন। চলতি সিরিজে দারুণ ছন্দে আছেন রাহুল। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে দলকে জেতান। দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান সহ ১১২ রানে অপরাজিত থাকেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ১১টি চার এবং ১টি ছয় দিয়ে ইনিংস সাজান। ক্রিজে থাকাকালীন আত্মবিশ্বাসী দেখায় তাঁকে। ম্যাচের রাশ পুরোপুরি তাঁর হাতে ছিল। কিন্তু সাত উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। এদিন রাহুলের আগে গৌতম গম্ভীর এবং সিতাংশু কোটাকও মহাকাল মন্দিরে যায়। ভস্ম আরতিতে যোগ দিতে ভোর চারটেয় যান টিম ইন্ডিয়ার দুই কোচ। দু'জনেই নন্দি হলে ছিলেন। 

বিভিন্ন শহরে খেলা থাকলে সেখানকার মন্দিরে যান গম্ভীর। যেমন কলকাতায় এলে যান কালীঘাট মন্দিরে। আবার কটকে খেলা থাকলে যান পুরীর জগন্নাথ মন্দিরে। তার আগে বৃহস্পতিবার ভোর রাতে উজ্জয়িনী যান গম্ভীর। সকালে পুজো দিয়ে এদিনই দলের সঙ্গে যোগ দেবেন কোচ। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দির। সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুজো দেওয়ার পর গম্ভীর বলেছেন, 'এখানকার ব্যবস্থা খুব ভাল। খুব ভাল ভাবে দর্শন করেছি। আমি আত্মবিশ্বাসী, আমাদের দল আবার জয়ের রাস্তায় ফিরবে।' রবিবার সিরিজ জয়ের সন্ধানে নামবে ভারত। হারলেই সিরিজ হাতছাড়া। দলে বেশ কয়েকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের দিন বোলিং চূড়ান্ত ব্যর্থ। বাদ পড়তে পারেন নীতিশ কুমার রেড্ডি। রবীন্দ্র জাদেজাকে নিয়েও প্রশ্ন উঠছে।