আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার নিয়ে কাটাছেঁড়া চলছে। ড্যারেল মিচেলের শতরানে জয় ছিনিয়ে নেয় কিউয়িরা। ভারত মাত্র তিন উইকেট নিতে সক্ষম হয়। নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারেনি। হারের কারণ খুঁজতে বসে তারকা অলরাউন্ডারের দিকে আঙুল তুললেন ইরফান পাঠান। রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন। দাবি করেন, অনেক কম স্ট্রাইক রেট বজায় রেখে খেলেন তারকা অলরাউন্ডার। এই জায়গাতেই ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। প্রথম একাদশে জাদেজার জায়গা নিয়েও প্রশ্ন তোলেন।
পাঠান বলেন, 'ভারত ম্যাচ কোথায় হেরেছে? কেএল রাহুল ৯০ স্ট্রাইক রেট রেখে খেলেছে। কিন্তু ২৭ রানের ইনিংসে মাত্র ৬০ স্ট্রাইক রেট ছিল জাদেজার। রাজকোট জাদেজার ঘরের মাঠ। টেস্ট ক্রিকেটে কপিল দেবের পর সেরা অলরাউন্ডার জাদেজা। কিন্তু একদিনের ক্রিকেটের ক্ষেত্রে স্ট্রাইক রোটেট করতে হিমশিম খায়। ওর ৮০ স্ট্রাইক রেটে খেলা উচিত ছিল, কিন্তু সেটা করতে পারেনি।' ২৪ ওভারে ক্রিজে আসেন জাদেজা। পরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের উইকেট হারায় ভারত। ১৫ ওভার কেএল রাহুলের সঙ্গে টিকে থাকেন। ৪৪ বলে ২৭ রান করেন। তারমধ্যে ছিল মাত্র একটি বাউন্ডারি।
পাঠান মনে করেন, এইভাবে চললে একদিনের দলে জায়গা হারাবেন জাড্ডু। তার ব্যাখ্যাও করেন। ইরফান বলেন, '২০২০ থেকে একদিনের ক্রিকেটে একটাও অর্ধশতরান নেই জাদেজার। ও খুব চাপের মধ্যে আছে। শেষ পাঁচ ম্যাচে বল হাতে মাত্র এক উইকেট পেয়েছে। ওর গড় ২০০। যেকোনো সিনিয়র প্লেয়ারের জন্য খারাপ পরিসংখ্যান। অক্ষর প্যাটেল ওর থেকে অনেক এগিয়ে। জাদেজাকে পরের ম্যাচে ভাল খেলতে হবে। এটাই ভারতের হারের অন্যতম প্রধান কারণ।' রবিবার তৃতীয় একদিনের ম্যাচে নামবে ভারত। সিরিজ জিততে জয় ছাড়া কোনও গতি নেই। প্রথম একদিনের ম্যাচে রান পেলেও রাজকোটে ব্যর্থ হন কোহলি। যদিও শুরুটা ভাল করেন। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ব্যর্থ রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন কেএল রাহুল। শতরান করেন। কিন্তু রান রক্ষা করতে নেমে ব্যর্থ ভারতীয় বোলাররা। কুলদীপ যাদবকে বেধড়ক পেটায় নিউজিল্যান্ডের ব্যাটাররা। একজন বাড়তি স্পিনারের অভাব বোধ করে টিম ইন্ডিয়া। রবিবার দলে কয়েকটা পরিবর্তন হতে পারে। নীতিশ রেড্ডির বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
