আজকাল ওয়েবডেস্ক:‌ সাদা বলে পাকিস্তানের অন্তর্বর্তী হেড কোচ হলেন আকিব জাভেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি জাভেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। প্রসঙ্গত, গ্যারি কার্স্টেন সরে যাওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের সাদা বলের কোচ ছিলেন জেসন গিলেসপি। এদিকে কোচিংয়ের পাশাপাশি নির্বাচক কমিটির প্রধানের পদও সামলাবেন আকিব।


এদিকে পিসিবি জানিয়ে দিয়েছে নতুন কোচের খোঁজ চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই সম্ভবত নতুন হেড কোচ নিয়োগ করবে পিসিবি। এদিকে গিলেসপিকে সরিয়ে দেওয়া নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তা উড়িয়ে দিয়েছে পিসিবি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে গিলেসপিই থাকবেন হেড কোচ।


প্রসঙ্গত, কোচ নিয়ে তীব্র ডামাডোল চলছে পাকিস্তানে। টি২০ সিরিজে ব্যর্থতার পর নিজেই সরে যান গ্যারি। আপাতত অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তান যাবে জিম্বাবোয়ে সফরে। সেখানে সাদা বলের সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে লম্বা সিরিজ। টেস্ট ছাড়াও খেলবে ওয়ানডে ও টি২০। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। অপর দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।