আজকাল ওয়েবডেস্ক: বিদর্ভ অধিনায়ক করুণ নায়ার চলতি বিজয় হজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বড় ম্যাচে ব্যর্থতার মধ্যেও এই ডানহাতি ব্যাটার বারবার প্রমাণ করিয়ে দিচ্ছেন যে এখনও খেলা রয়েছে তাঁর মধ্যে। বিজয় হাজারে ট্রফিতে তাঁর ব্যাটিংয়ে ভর করেই এগোচ্ছে বিদর্ভ। চলতি বিজয় হজারে ট্রফিতে নায়ার অভিনব এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। যেখানে তিনি পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনকে। শুক্রবার উত্তরপ্রদেশের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির ম্যাচ ছিল বিদর্ভের। ৩০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন করুণ নায়ার। এদিনই শতরানের পর টুর্নামেন্টে প্রথমবারের মত আউট হন তিনি। তাঁর এই ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ২টি ছক্কায়। করুণ নায়ার নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের রেকর্ডকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে টানা সর্বাধিক রান সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন।
২০১০ সালে ফ্র্যাঙ্কলিনের করা ৫২৭ রানকে ছাপিয়ে একটানা ৫৪২ রান করে নয়া বিশ্বরেকর্ড গড়লেন তিনি। শুক্রবার ভিজিয়ানগরামের ভিজি স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিদর্ভের আট উইকেটে জয়ের ম্যাচে নায়ারের ১১২ রানের ইনিংস টুর্নামেন্টে তাঁর চতুর্থ শতক এবং টানা তৃতীয় শতরান। এই ইনিংসের মাধ্যমে নায়ার ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে একদিনের ক্রিকেটে টানা ৫০০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন। ভারতীয় জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে করুণ নায়ারের। তবে তারপর ব্যাটে রানের খরা দেখা দেওয়ায় তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। বিজয় হাজারেতে এই রেকর্ডের পর ফের তাঁকে দলে ঢোকানোর আর্জি জানিয়েছেন ক্রিকেট ভক্তরা।
