দীপ এবং ঝাঁপি কাছাকাছি আসতেই নতুন ঝড় উঠল তাদের জীবনে! দীপের নামে একগুচ্ছ মিথ্যে অভিযোগ এনে তাকে ফাঁসানোর চেষ্টা করছে ইঙ্কা। সেই সমস্ত মিথ্যে কথা মেনেও নেয় নায়কের মা! তারপর...?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্যই 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এনেছে, সেখানেই দেখা যাচ্ছে ইঙ্কা দীপের বিরুদ্ধে মিথ্যে সহবাসের অভিযোগ আনার পর রীতিমত ভেঙে পড়েছে নায়ক। গ্লানি, অপরাধবোধে চুপ করে গিয়েছে একেবারেই। কলকাতা থেকে এই অবস্থায় ঝাঁপি তাকে বাড়ি ফিরিয়ে আনার পর সকলে যখন তাকে শান্ত করার, বোঝানোর চেষ্টা করছে। এই বিপদ থেকে কী করে উদ্ধার হবে ভাবছে, সেই সময়ই বেঁকে বসে দীপের মা। সে তার ছেলেকে নয়, বরং বিশ্বাস করে ইঙ্কার কথা। দীপকে বোঝায় যে কোনও মেয়ে এত বড় অভিযোগ এমনই আনবে না। কোনও মেয়ে নিজের সম্পর্কে কখনই এত খারাপ কথা বলবে না। ঝাঁপি ইঙ্কাকে হিংসে করে বলেই, এই অভিযোগকে মিথ্যে বলছে।
শাশুড়ির এমন কথা শুনেই প্রতিবাদ করে ওঠে নায়িকা। জানিয়ে দেয়, দীপ কিছু না করেও, অনুতাপ করছে। সেখানে এসব কেন বলা হচ্ছে? কিন্তু তার শাশুড়ি মোটেই ছাড়বার পাত্রী নন। সে সাফ জানিয়ে দেন তার আপত্তি নেই যদি দীপ এবং ইঙ্কার বিয়ে হয়। তিনি সেটাই চান। শুধু তাই নয়, সে এও বলে, এই কাজের মাধ্যমে নাকি দীপ বুঝিয়ে দিল যে তার ঝাঁপিকে নয়, ইঙ্কাকেই পছন্দ। এই ঘটনার পর কী ঘটে, নতুন করে দীপ এবং ঝাঁপির জীবনে কোন ঝড় ওঠে সেটাই দেখার।
প্রসঙ্গত, সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে, দীপের দিদির সঙ্গে তার মনের মানুষের বিয়ে দেওয়ায় ঝাঁপিকে নিয়ে সে খুশি। উপহার দিয়ে জানায় একটি সেমিনারে সে কলকাতা যাচ্ছে, সেখানে ঝাঁপি তার সঙ্গে যাবে। কিন্তু তাতে দীপের মা বাধা দেয়। ইঙ্কার সঙ্গে যায় দীপ। সেখানেই নায়ককে ঘুমের ওষুধ খাইয়ে অভিনয় যে সেই রাতে তারা একত্রবাস করেছে, এবং মিলিত হয়েছে। পরদিন ঝাঁপি সেখানে পৌঁছলে, এই একই কথা ইঙ্কা তাকে জানায়। কিন্তু স্বামীর নামে এই অভিযোগ বিশ্বাস করে না ঝাঁপি।
প্রসঙ্গত, মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'র সফর। প্রথম থেকেই টিআরপি তালিকায় সেরা ১০ -এ নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। স্টার জলসার পর্দায় রোজ সন্ধে সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় ফিরলেন সৌরভ চক্রবর্তী। তাঁর বিপরীতে রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায়।
