আজকাল ওয়েবডেস্ক: আবার এক চাঁদের তলায় একত্রিত হতে চলেছেন একঝাঁক প্রাক্তন ফুটবলার। ৩০ নভেম্বর অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ ফর বেঙ্গল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যার্থে ভারতের সর্বকালের সেরা ফুটবলারদের নিয়ে হবে একটি প্রদর্শনী ম্যাচ। বুধবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে ছিল ম্যাচের ট্রফি এবং জার্সি উন্মোচন। লেজেন্ড রেড বনাম লেজেন্ড ব্লু ম্যাচে অংশ নেবেন ভারতের প্রাক্তন ফুটবলাররা। এই তালিকায় থাকবেন ব্রুনো কুটিনহো, সুরেশ, ডগলাস সিলভা, সুলে মুসা, আলভিটো ডি'কুনহা, রমন বিজয়ন প্রমুখ। 

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার সভাধিপতি নারায়ণ গোস্বামী। ছিলেন তিন প্রধানের কর্তা দেবাশিস দত্ত, রূপক সাহা‌ এবং মহম্মদ কামারুদ্দিন। এছাড়াও ছিলেন আইএফএর সহ সভপতি সৌরভ পাল এবং প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনহা। এমন উদ্যোগকে স্বাগত জানায় সকলেই। দেবাশিস দত্ত বলেন, 'এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এছাড়াও আগামী দিনে যা পরিকল্পনা শুনলাম, তাও অত্যন্ত প্রশংসনীয়।'

মহম্মদ কামারুদ্দিনও এই উদ্যোগকে কুর্নিশ জানান। পুরনোর সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আলভিটো ডি'কুনহা। বলেন, 'অনেক দিন পর প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা হবে। আবার একসঙ্গে মাঠে নামবো। আমি খুবই উত্তেজিত।' প্রসঙ্গত, এর আগে কেরলের বন্যা বিধ্বস্তদের জন্য কল্যাণী স্টেডিয়ামে 'ম্যাচ ফর কেরল' আয়োজিত করেছিল এই সংস্থা। এই ম্যাচ থেকে সংগ্রহ অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়।