আজকাল ওয়েবডেস্ক: জসপ্রীত বুমরা পুরোপুরি সুস্থ। এশিয়া কাপ খেলতে প্রস্তুত টিম ইন্ডিয়ার সেরা পেসার। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচেই বুমরাকে খেলানো হবে। সেই ইঙ্গিত দেওয়া হয়েছে বিসিসিআই সূত্রে।
৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর রয়েছে হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচ। রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, বুমরা এখন পুরোপুরি সুস্থ। দল চাইলে নিতেই পারে বুমরাকে। তবে বুমরার ওয়ার্কলোডের দিকে কড়া নজর রাখা হচ্ছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলে থাকলেও সম্ভবত গ্রুপে একটিই ম্যাচ খেলবেন বুমরা। আর সেটি পাকিস্তান ম্যাচ।
যেহেতু এশিয়া কাপ এবার টি২০ ফর্ম্যাটে হবে, তাই মাত্র চার ওভার বল করতে হবে বুমরাকে। টেস্টের তুলনায় যা কিছুই নয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুমরা খেললে শুধু পাকিস্তান ম্যাচই খেলবেন। বিশ্রাম দেওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচে। এছাড়া বোলিং ব্রিগেডে থাকবেন অর্শদীপ সিং, হর্ষিত রানা। পেসার অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া।
এদিকে শ্রেয়স আইয়ারও সুস্থ হয়ে উঠেছেন। এশিয়া কাপের দলে তিনি থাকতে পারেন। হার্দিকও সুস্থ। তবে অধিনায়ক সূর্য এখনও পুরো ফিট নন। স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পর তিনি বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছেন। তবে আশা তিনি টুর্নামেন্টের আগে সুস্থ হয়ে যাবেন। এখনও সময় আছে হাতে।
এদিকে শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়ত নামতে পারবেন না জসপ্রীত বুমরা। অক্টোবরের ২ থেকে ৬ পর্যন্ত চলবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে অনিশ্চিত এই চ্যাম্পিয়ন বোলার।
ভারত–ইংল্যান্ড সিরিজে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলেছেন বুমরা। পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে নামেন বুম বুম বুমরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বুমরা নামেননি বাকি টেস্ট গুলোতে। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাক্তন ক্রিকেটাররা বুমরার সমালোচনায় মেতে উঠেছেন।
এশিয়া কাপের দল এখনও ঘোষণা করেনি বোর্ড। মনে করা হচ্ছে ওই দলে থাকবেন বুমরা। এবং সেই কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ভারত–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বিশ্রাম নেবেন বুমরা।
জসপ্রীত বুমরার বেছে বেছে টেস্ট ম্যাচ খেলার পক্ষপাতী নন প্রাক্তন ক্রিকেটাররা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলার বিরোধিতা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলেন, ‘এটা যদি চোট আঘাতের ব্যাপার থাকে তাহলে বোর্ড আর সংশ্লিষ্ট প্লেয়ার মিলে ঠিক করবে। তবে আমার মনে হয় দলে থাকলে বেছে বেছে ম্যাচ না খেলাই ভাল। ওয়ার্কলোড রয়েছে ঠিকই তবে এই লেভেলে এসে ম্যানেজ করতে হবে। দেশের হয়ে খেলছো যখন তখন এটা মাথায় রাখতে হবে।’
দিলীপ বেঙ্গসরকারও ভারতের চ্য়াম্পিয়ন বোলারকে নিয়ে মন্তব্য করেন। বেঙ্গসরকার বলেন, ‘ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের গুরুত্ব এবং পিঠের ব্যথার কথা বিবেচনা করে, বিসিসিআই, নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজেমেন্টের উচিত ছিল বুমরাকে বলা যে আইপিএল থেকে সরে দাঁড়াও। এই আইকনিক সিরিজের জন্য পুরোদস্তুর ফিট ও সতেজ বুমরাকে আমাদের দরকার ছিল। আমি যদি মুখ্য নির্বাচক হতাম, তাহলে মুকেশ আম্বানিকে বোঝানোর চেষ্টা করতাম ইংল্যান্ড সিরিজের জন্য বুমরাকে আইপিএল থেকে বিশ্রাম দেওয়া দরকার। অথবা আইপিএলে কম সংখ্যক ম্যাচ খেলুক বুমরা। আমি নিশ্চিত ওরা এই প্রস্তাব মেনে নিত।’
