আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআইয়ের)‌ নির্দেশের পর মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে আইনি পথে যেতে পারেন মুস্তাফিজুর। ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’–এর সভাপতি মহম্মদ মিঠুন।


তিনি বলেছেন, ‘‌তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক লড়াইয়ের কথা ভাবা হয়েছিল। তবে মুস্তাফিজুর রাজি হয়নি। ওর কথা মতো আমরা সেই ভাবনা বাতিল করেছি।’ বিষয়টি নিয়ে তাঁরা ক্রিকেটারদের বিশ্ব সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে জানিয়েছেন মিঠুন। তাঁর বক্তব্য, ডব্লিউসিএ আইনি পদক্ষেপের বিরুদ্ধে ছিল না। কারণ কোনও ক্রিকেটীয় কারণ বা চোটের জন্য কেকেআর কর্তৃপক্ষ মুস্তাফিজুরের সঙ্গে চুক্তি বাতিল করেননি। মিঠুন বলেছেন, ‘ডব্লিউসিএ চুক্তি বাতিলের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ বা আইনি পদক্ষেপকে সমর্থন করতে রাজি ছিল। কিন্তু মুস্তাফিজুর নিজে এই সব চায়নি। অভিজ্ঞ বোলারের ইচ্ছাকে মর্যাদা দিয়েই আমরা ভাবনা বাতিল করেছি।’


প্রসঙ্গত, আইপিএলের গত নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কেকেআর। আইপিএলের অন্যতম সফল বোলার তিনি। ভারত–বাংলাদেশের বর্তমান রাজনৈতিক–সামাজিক সম্পর্কের টানাপোড়েনের জন্য মুস্তাফিজুরকে আইপিএলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন বিসিসিআই কর্তারা। 


এদিকে, বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার কেকেআর বা বিসিসিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপের পক্ষে না হলেও ক্ষোভ কিন্তু কমেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে টি–২০ বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে এখনও অনড় তারা। নিরাপত্তার কথা বলা হচ্ছে। আইসিসি এই বিষয়ে আশ্বস্ত করলেও জট কাটেনি। বিসিবি’‌র সঙ্গে আলোচনা এখনও চলছে। এমনকী আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে আসতে পারেন কথা বলার জন্য। 

এমনই দাবি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার। সংবাদমাধ্যমকে আসিফ বলেছেন, ‘শেষ খবর অনুযায়ী আইসিসি কর্তারা কথা বলতে বাংলাদেশে আসতে পারেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আমাকে জানিয়েছেন, আলোচনার জন্য আইসিসির প্রতিনিধিরা আসতে পারেন। তবে আমাদের অবস্থান বদলের কোনও সম্ভাবনা নেই। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে খেলতে আমাদের কোনও সমস্যা নেই। বিশ্বাস করি, আয়োজন করা অসম্ভব নয়।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‌আমাদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আইসিসির কয়েক জন প্রতিনিধি আসতে পারেন। তাঁরা কবে আসবেন, তা এখনও জানানো হয়নি। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি।’ প্রয়োজনে বিশ্বকাপের সূচি বদল করার কথা আইসিসির প্রতিনিধিদের বলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির ওই কর্তা।