আজকাল ওয়েবডেস্ক: আইসিসি একদিনের ব়্যাঙ্কিংয়ে আবার একনম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। তাতে উৎসাহিত হয়েছে ভক্তরা। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভুল গ্রাফিক্স পোস্ট করে ফেলে আইসিসি। তাতে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাকে কটাক্ষের মুখে পড়তে হয়। তারপর দ্রুত ভুল শুধরে নেয় আইসিসি। একদিনের ক্রিকেটে কোহলি কতদিন একনম্বরে ছিলেন সেই নিয়ে ভুল তথ্য দেয় আইসিসি। যাতে সর্বকালের সেরাদের তালিকায় অনেকটাই ওপরে উঠে আসেন। পাঁচ বছরে প্রথমবার আইসিসি একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় একনম্বরে কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রান তাঁকে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে দেয়। ২০২১ জুলাইয়ে পর প্রথমবার একনম্বরে কোহলি।
কোহলির এই উত্থানের খবর জানানোর পর একটি গ্রাফিক্স পোস্ট করে আইসিসি। তাতে জানানো হয়, কেরিয়ারে ৮২৫ দিন একনম্বর ব্যাটারের স্থান ধরে রাখেন প্রাক্তন ভারত অধিনায়ক। সবচেয়ে বেশিদিন শীর্ষস্থান ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় দশ নম্বরে ছিলেন বিরাট। যা দেখে ভক্তকুল এবং পরিসংখ্যানবিদদের ভ্রু কুঁচকে যায়। একাধিক সমর্থক ভুল ধরিয়ে দেয়। তাঁরা দাবি করে, এর আগে আইসিসির পোস্ট করা রেকর্ডে কোহলির একনম্বরে থাকায় সময়সীমা আরও অনেক বেশিদিন ছিল। আইসিসির পোস্ট করা পরিসংখ্যানে আগে ১৫৪৭ দিন দেখানো হয়েছিল। ভুল পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিজেদের পোস্ট মুছে দিয়ে ভুল শুধরে নেয় আইসিসি।
ভুল সংশোধনের পর দশ নম্বর থেকে সোজা তিনে উঠে আসেন বিরাট। তার আগে রয়েছেন স্যার ভিভিয়ান রিচার্ড এবং ব্রায়ান লারা। ২৩০৬ দিন শীর্ষস্থানে ছিলেন রিচার্ডস। ২০৭৯ দিন ছিলেন লারা। ভারতীয় হিসেবে একনম্বরে কোহলি। এখনও পর্যন্ত ১৫৪৭ দিন একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখলে রাখেন। যা সার্বিকভাবে তৃতীয়, এবং ভারতীয়দের মধ্যে এক। এই নিয়ে ১১ বার একনম্বরে কোহলি। প্রথমবার ২০১৩ সালের অক্টোবরে শীর্ষস্থান দখল করেন। বর্তমানে দারুণ ছন্দে আছেন তারকা ক্রিকেটার। শেষ ছয় একদিনের ম্যাচে ছ'বার ৫০ বা তারও বেশি রান করেন কোহলি। তারমধ্যে রয়েছে দুটো শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছন্দে বিরাট। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান করেন।
