আজকাল ওয়েবডেস্ক:‌ শুরু হয়ে গেছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। ভারত প্রথম ম্যাচটি সহজেই জিতে নিয়েছে। টুর্নামেন্টে ভারতের অধিনায়ক আয়ূষ মাত্রে। দলে রয়েছে ১৪ বছরের বৈভব সূর্যবংশীও। 


দল জিতলেও আমেরিকার দুর্বল বোলিংয়ের বিরুদ্ধে রান পায়নি বৈভব। মাত্র ২ রান করেছে সে। এই পরিস্থিতিতে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডবলিউ ভি রমন মনে করছেন, বৈভবকে অনূর্ধ্ব–১৯ পর্যায়ে খেলিয়ে তার উন্নতির পথে বাধা তৈরি করা হচ্ছে।


গ্রুপ পর্বে আরও দু’টি ম্যাচ আছে ভারতের। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ জানুয়ারি ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল। ফলে বৈভবের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপে দাপট দেখানোর। 


তবে ডবলিউ ভি রমন ভিন্নমতে বিশ্বাসী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমার এই কথা হয়ত অনেকের ভাল লাগবে না। সূর্যবংশী ভারতের এ দলের সিরিজগুলোতে ও আইপিএলে খুব ভাল খেলেছে। কিন্তু এখনই অনূর্ধ্ব–১৯ পর্যায়ে খেলানো ওর উন্নতির জন্য ক্ষতিকর। নিঃসন্দেহে ও ম্যাচ জেতাতে পারে। কিন্তু সব সময় বড় ছবিটা দেখা উচিত।’ 


এটা ঘটনা, ক্রিকেটপ্রেমীদের একাংশ এই মতকে সমর্থন করছেন। কারণ, এটাই বৈভবের প্রথম ও শেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিয়ম করা হয়, কোনও প্লেয়ার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। এই নিয়মের মূল উদ্দেশ্য হল, ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। সেক্ষেত্রে বৈভব এবারের বিশ্বকাপের পর বয়স ভিত্তিক পর্যায়ে খেললেও অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আর খেলতে পারবে না। 

এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দল জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছেন শুভমান গিলরা। রাজকোটে কাজে লাগেনি লোকেশ রাহুলের শতরানের ইনিংস। রবিবার একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ। তার পর পাঁচ ম্যাচের টি–২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। যা মূলত আগামী টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ।