আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেনের টার্নিং পিচে প্রথম দিনই বাজিমাত যশপ্রীত বুমরার। পাঁচ উইকেট নিয়ে নিজের উপস্থিতির জানান দেন তারকা পেসার। টসে জিতে ব্যাটিং নেওয়ার পর শুরুটা ভালই করে দক্ষিণ আফ্রিকা। আইডেন মার্করাম এবং রায়ান রিকেলটনকে আউট করে দক্ষিণ আফ্রিকার ছন্দপতন ঘটান। তারপর তারকা পেসার ভাবেন তেম্বা বাভুমাকে উইকেটের সামনে ট্র্যাপ করে ফেলেছেন। কিন্তু আম্পায়ার তাঁদের পক্ষে সিদ্ধান্ত দেননি। তাই নিজেদের মধ্যে আলোচনা করেন ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা সহ অন্যান্যরা। সেই কথোপকথন ভাইরাল হয়ে যায়। তবে ক্রিকেটীয় কারণে নয়, অন্য কারণে।
দু'জনের মধ্যে আলোচনায় কোনও একজন বাভুমাকে 'বাউনা' বলে উল্লেখ করে। যার অর্থ বেঁটে বামন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফ্যানরা এই ভিডিও দেখে মজা পেয়েছে। উচ্চতায় ছোট প্রোটিয়া অধিনায়ক। সেই কারণেই তাঁকে এই অ্যাখ্যা দেয় ভারতীয় ক্রিকেটাররা। যা স্ট্যাম্প মাইকে ধরা পড়েছে। বল দক্ষিণ আফ্রিকার অধিনায়কের প্যাডে লাগে। আবেদন করেন বুমরা। কিন্তু আম্পায়ার কর্ণপাত করেনি। কিন্তু তারকা পেসার মনে করেন, বাভুমা আউট ছিল। রেফারাল নিতে চেয়ে পন্থের সঙ্গে আলোচনা করেন। তিনি ডিআরএস নিতে চাইলেও, পন্থ বারণ করেন। প্রোটিয়া অধিনায়কের উচ্চতা কম হলেও, লেগ স্ট্যাম্পের ওপর দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল। পরে জায়ান্ট স্ক্রিনেও সেটাই দেখা যায়। অর্থাৎ, পন্থের সিদ্ধান্ত সঠিক ছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার নেতাকে ফেরান কুলদীপ যাদব। মাত্র ১১ বল ক্রিজে টেকেন। ইডেন টেস্টের দলে চার স্পিনার রাখা হয়েছে। কিন্তু বাজিমাত এক পেসারের। বুমরার পাঁচ উইকেট ১৫৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
