শীতকাল মানেই বিয়ের মরশুম। আর এদেশে বিয়েবাড়ির সাজে শাড়িই প্রথম পছন্দ বেশিরভাগ মেয়ের। সারা বছর যে কোনও অনুষ্ঠানে শাড়ি পরলেও ঠান্ডার জন্য অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তবে কিছু টিপস মানলে শীতের বিয়েতেও শাড়িতে হয়ে উঠতে পারেন স্টাইলিশ। 

সবচেয়ে আগে গুরুত্ব দিন শাড়ির কাপড়ে। শীতের বিয়ের জন্য হালকা কাপড়ের শাড়ি না পরাই ভাল। জর্জেট বা চিফনের বদলে বেছে নিন সিল্ক, টুসার, কাঞ্জিভরম, ভেলভেট বা বেনারসি শাড়ি। এই কাপড়গুলো দেখতে ভারী, রাজকীয় এবং ঠান্ডাও কম লাগে। রাতের বিয়ে হলে গাঢ় রঙের শাড়ি বেশ মানাবে। 

এরপর আসা যাক ব্লাউজের ডিজাইনে। শীতে খোলা পিঠ বা স্লিভলেস ব্লাউজ এড়িয়ে চলাই শ্রেয়। বদলে ফুল স্লিভ, হাই-নেক বা বোট নেক ব্লাউজ পরতে পারেন। চাইলে ভেলভেট বা ব্রোকেড ব্লাউজও বেছে নিতে পারেন, যা শাড়ির সঙ্গে মানানসই ও স্টাইলক লুক আনবে।

শীতের বিয়েতে শাড়ির সঙ্গে সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট হল জ্যাকেট বা লেয়ারিং। শাড়ির ওপর ছোট ভেলভেট জ্যাকেট, কেপ-স্টাইল জ্যাকেট বা লম্বা ব্রোকেড কোট দারুণ মানায়। এতে যেমন ঠান্ডা কম লাগবে, তেমনই লুক হবে আধুনিক ও ট্রেন্ডি। চাইলে শাল বা স্টোলও নিতে পারেন, তবে সেটি যেন শাড়ির রঙের সঙ্গে মানানসই হয়।

শাড়ি ড্রেপিং-এর দিকেও খেয়াল রাখা জরুরি। শীতের জন্য শাড়ির আঁচল খুব ঢিলে না রেখে একটু টাইট করে পিন দিয়ে আটকে নিন। এতে শরীর ঢাকা থাকবে এবং শাড়িও সুন্দরভাবে বসবে। প্লিটগুলো ঠিকঠাক করলে হাঁটাচলাতেও সমস্যা হবে না।

শীতে খোলা স্যান্ডেলের বদলে ক্লোজড-টো ব্লক হিল, জুতি বা মজরি পরাই ভাল। এতে পা গরম থাকবে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও আরাম পাবেন।

সবশেষে মানানসই মেকআপ ও গয়না বাছুন। শীতে ত্বক শুষ্ক হয়ে যায়, তাই হাইড্রেটিং প্রাইমার ও ক্রিম বেসড মেকআপ ব্যবহার করুন। হালকা গয়না, কানের দুল আর একটা সুন্দর ক্লাচ লুককে সম্পূর্ণ করে তুলবে।

সব মিলিয়ে শীতের বিয়েতে শাড়ি পরা কোনও সমস্যা নয়। সঠিক কাপড়, ব্লাউজ, লেয়ারিং আর জুতোর স্টাইল ঠিক রাখলে ভিড়ের মাঝে আপনিই হয়ে উঠবেন মধ্যমণি।