আজকাল ওয়েবডেস্ক: ফের টেস্ট দলে ফিরতে চান করুণ নায়ার। আর তার জন্য আইপিএলকেই সেরা মঞ্চ বেছে নিচ্ছেন। এবার দিল্লি ক্যাপিটালসে খেলবেন নায়ার। প্রসঙ্গত, টেস্টে নায়ারের একটি ত্রিশতরানও রয়েছে।
ঘরোয়া ক্রিকেটে এবার অনেক রান করেছেন নায়ার। রঞ্জিতে ৫৩.৯৩ গড়ে করেছেন ৮৬৩ রান। বিদর্ভের হয়ে রঞ্জি ফাইনালে দুই ইনিংসে করেছিলেন ৮৬ ও ১৩৫। বিজয় হাজারে ট্রফিতে ৭৭৯ রান করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন নায়ার। রয়েছে পাঁচটি শতরান।
এটা ঘটনা দিল্লি এবার কোটলা ছাড়াও খেলবে বিশাখাপত্তনমে। যেখানকার উইকেট ব্যাটারদের জন্য স্বর্গ। নায়ার বলেছেন, ‘আইপিএলে ভাল খেলার উপর জোর দিচ্ছি। নিজের খেলাটাই খেলতে চাই। বাড়তি কিছু করার চেষ্টা করব না। যেভাবে প্রস্তুতি নিয়েছি, সেভাবেই খেলে যেতে চাই।’ নায়ার আরও যোগ করেছেন, ‘খেলার পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইক রেট বাড়াতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বল ঠিকঠাক ব্যাটে এলেই হল।’
২০১৫–১৬ সালেও দিল্লি ক্যাপিটালসে ছিলেন নায়ার। তাঁর কথায়, ‘তখন আর এখনকার পরিস্থিতি আলাদা। তবে বদল যে অনেক ঘটেছে এমন নয়। তখন দিল্লি ডেয়ারডেভিলস ছিল। এখন দিল্লি ক্যাপিটালস। কিন্তু দলের জন্য ম্যাচ জেতার ইচ্ছেটা একই রকম রয়েছে।’
এবার লোকেশ রাহুল এসেছেন দিল্লিতে। নায়ার ও রাহুল দু’জনেই বেঙ্গালুরুর বাসিন্দা। নায়ার বলছেন, ‘ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলে বড় হয়েছি। ফের রাহুলকে সতীর্থ হিসেবে পেলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলেছে রাহুল। দলকে ভরসা দিয়েছে। রাহুলের থেকে এবার অনেক কিছু শেখার আছে।’
নেতা অক্ষরেরও প্রশংসা করেছেন নায়ার।
