আজকাল ওয়েবডেস্ক: আলট্রা এজ দেখাল তিনি আউট নন। এমনকী মুম্বই ইন্ডিয়ান্সের কোনও খেলোয়াড়ই আউটের আবেদন করেননি। অথচ তিনি গটগট করে বেরিয়ে গেলেন। 

আম্পায়ার বিনোজ শেসান প্রথমটায় ওয়াইডের সিগন্যাল দিতে যাচ্ছিলেন। এক হাত ওঠে তাঁর। তার পরে এক হাত নামিয়ে আউটের আঙুল
তুলে দেন। 

দীপক চাহারের সুইং করা বলটা লেগ সাইডের বাইরে ছিল। ব্যাট-বলে সংযোগ হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার রায়ান রিকেলটন বলটা তালুবন্দি করেন। 

আম্পায়ার কী মনে করেছিলেন, তা তিনিই ভাল বলতে পারেন। দুই রকম ভাবনা হয়তো কাজ করছিল তাঁর মনে। প্রথমটায় ওয়াইডের সিগন্যাল দিতে যাচ্ছিলেন। পরে আউটের আঙুল তুলে দেন। 

ঈশান কিষান কারও অপেক্ষা না করে ডাগ আউটের দিকে হাঁটা লাগান। মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ছুটে এসে ঈশান কিষানের হেলমেটে চাপড় মেরে যান। তিনি যে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ডাগ আউটের পথে হাঁটা লাগান তার জন্যই এই আদর হার্দিকের। 

কয়েকটা ডেলিভারি পরে আলট্রা এজে দেখানো হয় বল ঈশান কিষানের ব্যাটেই লাগেনি। কোনও স্পাইক দেখা যায়নি আলট্রা এজ রিপ্লেতে। বল ব্যাটে না লেগে মুম্বই উইকেট কিপারের হাতে বল পৌঁছয়। 

 

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

আইপিএলে এবার নিয়ে দ্বিতীয়বার ঈশান কিষান উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন। মুম্বইয়ের বিরুদ্ধে তো আউটই ছিলেন না অথচ তাঁকে নিয়েই নাটক হল। 

ম্যাচটা জিতল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ফের বড় রান পেলেন। এদিন ৪৬ বলে ৭০ রান করেন হিটম্যান। ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল রোহিতের ৭০ রানের ইনিংস। সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল ৮ উইকেটে ১৪৩ রান। ২৬ বল বাকি থাকতে মুম্বই ম্যাচ জিতে নেয়।