সময় এসে গিয়েছে ২০২৫-কে বিদায় জানানোর। তবে তার আগে এই বছর কেমন গেল, কী কী ঘটল সেটা একবার ফিরে না দেখলে হয়? বিশেষ করে যেখানে স্বাস্থ্য জড়িয়ে রয়েছে। ২০২৫ সালে ভারতে কোন কোন রোগ হুহু করে বেড়েছে এবং কোন রোগে মানুষ সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন জেনে নিন। ছবি- সংগৃহীত
2
6
হার্ট অ্যাটাক: অল্প বয়সীদের বধ্যে হৃদরোগের ঝুঁকি দারুণ বেড়ে গিয়েছে। এমনকী ক্লাস ৫, ৬ এর শিশুরাও হার্ট অ্যাটাকের শিকার হয়েছে এই বছর। এই রোগের থাবা ভারতীয়দের মধ্যে চলতি বছরে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছবি- সংগৃহীত
3
6
ফ্যাটি লিভার: নিশ্চুপে ক্ষতি করে চলা ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যাও এই বছর হুহু করে বেড়েছে। নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণা পত্র অনুযায়ী ভারতের ৮৪ শতাংশ আইটি কর্মীরাই এই রোগের শিকার হতে পারেন। ছবি- সংগৃহীত
4
6
বার্ড ফ্লু: মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক-সহ একাধিক রাজ্যে বার্ড ফ্লুয়ের আতঙ্ক ছড়ায়। এবং এই রোগে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন। ছবি- সংগৃহীত
5
6
হাম: ২০২৫ সালে গোটা বিশ্বজুড়েই হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে তার মধ্যে ভারত প্রথম স্থানে রয়েছে। হু-র তরফে সতর্ক করা হয়েছে যেহেতু এই রোগটি ছোঁয়াচে। ছবি- সংগৃহীত
6
6
ইনফ্লুয়েঞ্জা: একটানা কাশি, গা হাত পায়ে ব্যথা, হঠাৎ হঠাৎ ভাইরাল ইনফেকশন হওয়ার মতো বহু ঘটনা ঘটেছে এই বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তরফে যথা সময়ে প্রতিষেধক টিকা নেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত