আজকাল ওয়েবডেস্ক:  মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে অনুরোধ করলেন নাইট তারকা রমনদীপ সিং। 

রবিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে হতশ্রী ভাবে হার মেনেছে কলকাতা। ব্যাটিং অর্ডারে নীচের দিকেই নামেন রমনদীপ। রবিবার তিনি ন' নম্বরে ব্যাট করতে নেমে ২২ রান করেন। 

সেই রমনদীপ দলের অধিনায়ক ও কোচের কাছে অনুরোধ করে বলেন, ''আমি চাই আমাকে ওপেন করানো হোক। উপরের দিকে ব্যাট করতে নামার ইচ্ছাই আমার থাকে।'' খেলার শেষে সাংবাদিক বৈঠকে এ কথা বলতে শোনা গিয়েছে রমনদীপকে। 

তিনি আরও বলেন, ''আমাদের কম্বিনেশন তৈরি। দল আমাকে যেখানে নামাতে চায়, আমি সেখানেই নামতে তৈরি। ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই।'' 

রমনদীপের অনুরোধ কি মানবেন রাহানে ও পণ্ডিত?

উল্লেখ্য, এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচে মুম্বই জিতেছে ২৪ ম্যাচ। আর কলকাতা ১১। প্রথম দুটো ম্যাচ হেরে গিয়েছিল মুম্বই। ঘরের মাঠে কেকেআরকে হারিয়ে ছন্দে ফিরলেন রোহিতরা। ম্যাচ হেরে ধাক্কা খেল কেকেআর।