আজকাল ওয়েবডেস্ক:‌ একে তো অ্যাশেজ সিরিজ ১১ দিনে হারতে হয়েছে। তার উপর এবার জফ্রা আর্চার অ্যাশেজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না চোটের জন্য। ব্যাটার অলি পোপ আবার খারাপ ফর্মের জন্য মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়েছেন। 


এটা ঘটনা, অ্যাশেজের তিন টেস্টে ইংল্যান্ডের সেরা বোলার ছিলেন আর্চার। তিন টেস্টে ৮০ ওভার বল করেছেন আর্চার। নিয়েছেন ৯ উইকেট। এদিকে, আর্চারের জায়গায় মেলবোর্ন টেস্টে খেলবেন গাস অ্যাটকিনসন। সঙ্গে থাকবেন বাকি দুই পেসার জশ টং ও ব্রাইডন কার্স। সঙ্গে অধিনায়ক বেন স্টোকস থাকবেন।


শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে বক্সিং ডে টেস্ট। আর্চারের না থাকাটা ভোগাবে ইংল্যান্ডকে। এমনিতেই মার্ক উড মাত্র ১১ ওভার বল করে চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কনুইয়ের চোটের জন্য।


এদিকে, তিন নম্বরে ক্রমাগত ব্যর্থ হয়েছেন অলি পোপ। তাই মেলবোর্ন টেস্টের দলে তিনি নেই। সেই জায়গায় নেওয়া হয়েছে জেকব বেথেলকে। বেন ডাকেট অবশ্য দলে আছেন। দলের একমাত্র স্পিনার উইল জ্যাকস। 


মেলবোর্ন টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ এরকম:‌ জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (‌অধিনায়ক)‌, জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টং। 

এদিকে, অভিযোগ উঠেছে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে হারের পর নুসা সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।


অস্ট্রেলিয়া–ইংল্যান্ড বক্সিং ডে টেস্টের আগে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ড অধিনায়ক। স্টোকসের কথায় ‘‌গোটা বিষয়টা আমি কীভাবে সামলাচ্ছি, সেটাই এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে আমি সকলের ভাল চাই। বিশেষ করে নির্দিষ্ট কয়েক জনের ভাল চাই।’‌ এরপরই স্টোকস যোগ করেন,  ‘‌এটুকু বুঝি এই ধরনের বিষয়গুলো মানুষকে কীভাবে প্রভাবিত করে। ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে আমার দায়িত্ব যতটা সম্ভব সতীর্থদের পাশে থাকা।’


স্টোকসের কথা থেকে এটা অন্তত স্পষ্ট যে, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন নয়। যদিও স্টোকস বলেছেন, সিরিজ হাতছাড়া হলেও শেষ দু’টি টেস্টে তাঁরা নিজেদের সেরাটাই দেবেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেটারদের পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সেরা উপায় হল মাঠে নেমে সেরাটা দিতে হবে এবং বাকি দু’টি টেস্ট জিততে হবে। এটাই আমাদের প্রধান কাজ। আমি ক্রিকেটারদের পাশে আছি। এটা ওদের উপলব্ধি করানোই এখন প্রধান কাজ। দেশের জন্য ওরা যাতে সেরা পারফরম্যান্স করতে পারে, আমি ওদের সেই জায়গায় নিয়ে যেতে পারি।’