আজকাল ওয়েবডেস্ক: ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করবে ভারত। টসে জিতে নির্দ্বিধায় ব্যাটিং নিলেন সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচে সেইভাবে ব্যাট করার সুযোগ পায়নি টিম ইন্ডিয়া। তাঁদের ব্যাটিং পরীক্ষিত হয়নি। তাই পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে নামার আগে ব্যাটিং ঝাঁলিয়ে নিতে চায় ভারতীয় দল। সূর্যকুমার যাদব বলেন, 'আমরা ব্যাট করব। প্রথম দুটো ম্যাচ আমরা ব্যাট করিনি। আমরা নিজেদের ব্যাটিংয়ের গভীরতা দেখতে চাই। এখনও পর্যন্ত ব্যাটাররা সেইভাবে সুযোগ পায়নি। আমরা আগের দুটো ম্যাচ যেভাবে খেলেছি, সেইভাবেই খেলতে চাই। আশা করছি আমরা দর্শকদের আনন্দ দিতে পারব।' ভারতীয় দলে দুটো পরিবর্তন হয়েছে। যশপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর জায়গায় দলে ফিরছেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। এদিন টসে রোহিত শর্মাকে মনে করালেন সূর্যকুমার যাদব। সম্প্রতি কোনও আন্তর্জাতিক ম্যাচের টসে এমন বিনোদন হয়নি। দুই অধিনায়কই পরিবর্ত প্লেয়ারের নাম ভুলে যান। ভুলে যাওয়ার রোগ আছে রোহিতের। অতীতে টসের পর বেশ কয়েকবার দলের পরিবর্তন বলতে পারেননি হিটম্যান। এদিন তাঁর রোগ ধরে সূর্যর। দুটো পরিবর্তনের মধ্যে একমাত্র হর্ষিতের নাম মনে করতে পারেন। অর্শদীপ সিংয়ের নামই মনে করতে পারেননি ভারত অধিনায়ক। শুধু বলেন, 'দলে দুটো পরিবর্তন আছে। এটা নিশ্চিত। কিন্তু আরেকজনের নাম মনে করতে পারছি না।' মশকরা করে রোহিতের প্রসঙ্গ তুলে আনেন সূর্য। বলেন, 'আমি রোহিতের মতো হয়ে গিয়েছি।'
টসে জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন, জানিয়ে দেন ওমানের অধিনায়ক। যতিন্দর সিং বলেন, 'আমরাও প্রথমে ব্যাট করতাম। আমাদের জন্য বড় মঞ্চ। আমাদের দলে অভিজ্ঞতার অভাব আছে। আমাদের জন্য বড় সুযোগ ভারতের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া।' ওমান দলেও দুটো পরিবর্তন হয়েছে। শুক্র রাতে আবু ধাবির শেক জায়েদ স্টেডিয়ামে ওমানের মুখোমুখি ভারত। দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচ খেলার পর এই প্রথম আবু ধাবিতে খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। সুপার ফোরের লড়াইয়ে নামার আগে, কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা জানান গৌতম গম্ভীর। যশপ্রীত বুমরার পাশাপশি কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে বিশ্রাম দেওয়ার কথা চলছিল। চলতি সিরিজে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি কুলদীপ যাদব। দুই ম্যাচে ৭ উইকেট নেন। প্রথম ম্যাচে ৪ উইকেট তুলে নেন। পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নেন। ইতিহাসের সামনে দাঁড়িয়ে কুলদীপ। আর চার উইকেট নিলেই ভারতীয় বোলারদের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ বোলারের শিরোপা পাবেন চায়নাম্যান।
