আজকাল ওয়েবডেস্ক: ১৫ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে গোটা দেশ। সেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। 

ওই দিনে আরও একটি ভারত-পাক ম্যাচ রয়েছে। সেটি অবশ্য পুরুষদের ম্যাচ নয়। সেটি মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচ। সেখানে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। 

দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ এখন আর হয় না। আইসিসি বা এসিসি-র টুর্নামেন্টেই কেবল দুই দেশের দেখা হয়। 

সেই মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের বল গড়াচ্ছে শ্রীলঙ্কায়। 

অন্যদিকে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফেব্রুয়ারির ১৩-২২ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ব্যাঙ্ককে হবে তা। গ্রুপ এ-তে ভারতের মহিলা দলের সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। 

১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের মহিলারা অভিযান শুরু করছে এই টুর্নামেন্টে। আট দলের প্রতিযোগিতায় রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। 

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র। 

৭ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরে ১২ ফেব্রুয়ারি ভারতের ম্যাচ রয়েছে নামিবিয়ার সঙ্গে। ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের রক্তের গতি বাড়িয়ে দেওয়ার ম্যাচ। ভারতের শেষ ম্যাচ ১৮ নভেম্বর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ভারত। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার মানতে হয়েছে ভারতকে। এবার সব নজর টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৫ ফেব্রুয়ারি জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ। একটি বিশ্বকাপে। অন্যটি মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারসের।