ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট মানেই সকলের কাছে একটি বিরাট ভরসার জায়গা। সেখানে প্রতিটি ব্যাঙ্ক আলাদাভাবে সুদের হার দিয়ে থাকে।
2
11
তবে কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার দিচ্ছে ৮ শতাংশ করে। যদি আপনার কাছে তালিকা থাকে তাহলে সেখান থেকে আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন।
3
11
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ বছরের সময়ে জেনারেল সিটিজেনদের দেবে ৮ শতাংশ করে সুদ। একই সুদের হার পাবেন সিনিয়র সিটিজেনরাও।
4
11
শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ বছর ১০ মাসের সময়ে জেনারেল সিটিজেনদের সুদ দেবে ৮ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ শতাংশ সুদ।
5
11
স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক ১৮ মাসের সময়ে জেনারেল সিটিজেনদের দেবে ৭.৭৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের দেবে ৭.৭৫ শতাংশ।
6
11
এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩০ মাস ১ দিন থেকে শুরু করে ৩৬ মাস পর্যন্ত জেনারেল সিটিজেনদের দেবে ৭.১ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬ শতাংশ সুদ।
7
11
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩ বছরের হিসেবে জেনারেল সিটিজেনদের দেবে ৭.৫ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ শতাংশ সুদ।
8
11
উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ২ বছরের সময়ে জেনারেল সিটিজেনদের দেবে ৭.৪৫ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯৫ শতাংশ সুদ।
9
11
জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩ বছরের সময়ে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.৭৭ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭৭ শতাংশ সুদ।
10
11
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫০১ দিনের জন্য জেনারেল সিটিজেনদের দেবে ৬.৭৫ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ।
11
11
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল নেবে না।