হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট পেশ করা হবে রবিবার। ১ ফেব্রুয়ারির ধারা পরিবর্তন করতে চায় না বিজেপি।
2
9
এবারের বাজেটের দিন হবে রবিবার। ফলে সেখান থেকে স্টক মার্কেট খোলা থাকবে দিনভর। বাজেট কোন দিকে যাবে তার ওপরই থাকবে দিনভর বাজারের ওঠানামা।
3
9
রবিবার সকাল ৯ টা বাজতেই বাজার খুলে যাবে অন্যদিনের মতোই। এরপর শুরু হবে বাজেটের হিসেব নিয়ে বিশ্লেষণ। তখন বাজার গিয়ে ঠেকবে তলানিতে।
4
9
বাজেটের ঘোষণা যেমন হতে থাকবে তেমনই বাজারের হার চলতে থাকবে। সেখানে দেশের প্রথম সারির স্টকগুলি সকলের নজরে থাকবে।
5
9
এবারের বাজেটে সবার ওপরে থাকবে সোনা-রুপোর দাম। তারপর থাকবে দেশের আইটি সেক্টরের প্রভাব। পাশাপাশি দেশের কৃষিক্ষেত্রে নতুন কী থাকবে তার দিকেও থাকবে বাজারের নজর।
6
9
বাজেটে প্রতিবারই নজরে থাকে ছোটো সংস্থার দিকে। সেখানে দেশের স্টার্টআপ কোন দিকে যাবে তার ওপর নির্ভর করবে দেশের বেশ কয়েকটি বড় সংস্থা।
7
9
পাশাপাশি কর ছাড়ের দিকটিও এবারের বাজেটে সকলের নজর কাড়বে। এবারই চালু হতে চলেছে নতুন কর ব্যবস্থা। পুরাতন কর নিয়ে যারা এতদিন কাজ করেছেন তাদের কাছে এটি একটি বিরাট দিক।
8
9
দেশের ব্যাঙ্কিং সেক্টরকে বাজেট থেকে বাদ রাখা যাবে না। সেখানে কোথায় কতটা সুদের হারে পরিবর্তন হবে তার ওপর নির্ভর করবে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলির সুদ।
9
9
বাজেটের ইতিহাসে নতুন দিক লেখা হবে ১ ফেব্রুয়ারি। সেদিন রবিবার হলেও গোটা দেশের নজর থাকবে অর্থমন্ত্রীর দিকে। আর বিশেষজ্ঞদের নজর থাকবে বাজারের দিকে।