আজকাল ওয়েবডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মাইকেল ব্রেসওয়েলের নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচ জয়ের পর পরের দুই ম্যাচে হার স্বীকার করতে হয় ভারতকে। সিরিজের এই ফলাফলের পর ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে একমাত্র বিরাট কোহলির নাম। তিন ম্যাচের সিরিজে কোহলি করেছেন যথাক্রমে ৯৩, ২৩ ও ১২৪ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশের পর ফের এই একদিনের সিরিজ হার আরও চাপ বাড়িয়েছে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের উপর।
তাঁর কোচিং কেরিয়ারে আরও একটি ঘরের মাঠের সিরিজ হার যুক্ত হল। তৃতীয় ওডিআই ম্যাচে হারের পর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় দর্শকদের একাংশের তরফে ‘গম্ভীর হায় হায়’ স্লোগান ওঠে বলে এবার অভিযোগ উঠল।
স্টেডিয়ামের ভিতরে এমন স্লোগান শুনে বিস্মিত হয়ে পড়েন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা এবং এমনকি ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু মাঠেই নয়, সোশ্যাল মিডিয়াতেও গৌতম গম্ভীরকে লক্ষ্য করে ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা।
টিম ইন্ডিয়ার সাম্প্রতিক খারাপ ফলাফল এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে যেভাবে সামলানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও দলের পারফরম্যান্স নিয়ে টিম ম্যানেজমেন্টের ইতিবাচক দাবিকে কটাক্ষ করেছেন অনেকে।
অধিনায়ক শুভমান গিলের সাম্প্রতিক ওডিআই রেকর্ড নিয়ে চলছে আলোচনা। যার সঙ্গে তুলনা টানা হচ্ছে ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতাতে সঞ্জু স্যামসনের পারফরম্যান্সের।
গিলকে বেছে নিয়ে স্যামসনকে উপেক্ষা করার জন্য নির্বাচকরাও সমালোচনার মুখে পড়েছেন। এই সিরিজ জয়ের ফলে ৩৭ বছর পর প্রথমবার ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিতল নিউজিল্যান্ড।
উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজের পর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অজিত আগরকর ও তাঁর সতীর্থরা বিসিসিআইকে প্রস্তাব দিয়েছেন এ-প্লাস ক্যাটেগরি তুলে দেওয়ার জন্য।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি অজিত আগরকারদের প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়ে দেয় তাহলে অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে তাহলে তিনটি ক্যাটেগরি থাকবে-এ, বি ও সি।
বর্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। এ প্লাস ক্যাটাগরিতে যাঁরা রয়েছেন, তাঁরা পান সাত কোটি টাকা।
এ, বি ও সি গ্রেডে যাঁরা রয়েছেন, তাঁরা পান ৫ কোটি, ৩ কোটি ও এক কোটি। এ-প্লাস ক্যাটেগরি থেকে রোহিত ও কোহলিকে পাঠিয়ে দেওয়া হবে বি ক্যাটেগরিতে।
বর্তমানে এই দুই তারকা ক্রিকেটার একটিই ফরম্যাটে খেলেন। প্রস্তাবিত মডেলে যদি সম্মতি দেওয়া হয়, তাহলে রোহিত ও কোহলির কিন্তু গ্রেড বদলাচ্ছে। তবে পরিবর্তিত অবস্থায় প্রতিটি ক্যাটাগরির আর্থিক অঙ্ক কত তা এখনও জানা যায়নি।
