২০ জানুয়ারি, মঙ্গলবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে শনি। আর তার জেরেই ব্যাপক লাভবান হবে কিছু রাশির জাতকেরা। ১৯ থেকে ২৫ জানুয়ারি কোন রাশির কেমন যাবে জেনে নিন। ছবি: এআই দ্বারা নির্মিত
2
13
মেষ: কাজে একবারে ক্ল্যারিটি নাও পেতে পারেন। এক কাজ একাধিকবার করতে হতে পারে। হঠকারিতা করবেন না সিদ্ধান্ত নেওয়ার সময়। কোনও প্রশ্নের জবাব দেওয়ার জন্য বা কাজ শেষ করার জন্য নিজের উপর অতিরিক্ত চাপ তৈরি করবেন না। কোনও কিছুতে রিঅ্যাক্ট করার আগে ভাবুন। মন শান্ত রাখার চেষ্টা করুন। ছবি: এআই দ্বারা নির্মিত
3
13
বৃষ: যে বন্ধুরা বিপদে আপনার পাশে থাকেন, যাঁদের সঙ্গে সময় কাটালে মন শান্ত হয় তাঁদের সঙ্গে পুনরায় যোগাযোগ করুন। যাঁরা আপনাকে বোঝেন তাঁদের সঙ্গে কথা বলুন। অপ্রয়োজনীয় কথাকে গুরুত্ব দেবেন না, বা সেটা নিয়ে ভাবেনন না। ছবি: এআই দ্বারা নির্মিত
4
13
মিথুন: শনির গোচরে উপকৃত হবেন এই রাশির জাতকেরা। আপনি যে প্রজেক্টে হাত দিয়েছেন বা কাজ করছেন তাতে দারুণ সাফল্য পাবেন। নতুন কোনও শুরু করতে পারেন। ছবি: এআই দ্বারা নির্মিত
5
13
কর্কট: সোমবারের সকাল কেমন শুরু হচ্ছে সেটার উপর নির্ভর করবে গোটা সপ্তাহ কেমন কাটবে। তবে শনির গোচর এই সপ্তাহে আপনার জন্য লাভকারী প্রমাণিত হতে পারে। মন শান্ত রাখুন, কোনও কিছুতে হঠকারিতা করবেন না। ছবি: এআই দ্বারা নির্মিত
6
13
সিংহ: ভাবনা চিন্তা ক্রিয়েটিভ থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় নিজের জায়গা পাকা করবেন। তবে একসঙ্গে অনেক কাজের দায়িত্ব নেবেন না। শরীরচর্চার দিকে মন দিন। ছবি: এআই দ্বারা নির্মিত
7
13
কন্যা: কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োয় নেবেন না। কেউ কোনও প্রশ্ন করলে ভেবেচিন্তে উত্তর দিন। অকারণ ভয়ের কারণে কাজে বারবার হোঁচট খেতে পারেন। তবে সময়ের উপর ভরসা রাখুন। ছবি: এআই দ্বারা নির্মিত
8
13
তুলা: প্রেম, রোম্যান্সে কাটবে এই সপ্তাহে। মানসিক চাপ কমবে। জীবনে শান্তি বজায় থাকবে। দৌড়াদৌড়ি কমবে। গুরুত্বপূর্ণ জিনিসেই এই সপ্তাহে কেবল ফোকাস করুন। ছবি: এআই দ্বারা নির্মিত
9
13
বৃশ্চিক: প্রোডাকটিভ কাজে নিজেকে নিয়োজিত করুন। ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করবেন না। এই সপ্তাহে অলসতা করে সময় কাটাবেন না। বরং ব্যায়াম করুন। যে কাজে হাত দেবেন সেটা শেষ করুন। ছবি: এআই দ্বারা নির্মিত
10
13
ধনু: মনকে ভুলভাল চিন্তায় জড়াবেন না। কাজে মন দিন। সব জিনিসের উত্তর কাজের মাধ্যমে দিন। ছবি: এআই দ্বারা নির্মিত
11
13
মকর: সবসময় সতর্ক থাকুন। উল্টোপাল্টা খরচ করা থেকে বিরত থাকুন। কোনও উন্নতি না দেখলে কারণ বিশ্লেষণ করুন যে কোথায় গলদ থেকে যাচ্ছে। সঠিক খাওয়া দাওয়া করুন। ছবি: এআই দ্বারা নির্মিত
12
13
কুম্ভ: যে কাজ শুরু করছেন সেটা শেষ করুন। কাজে মন বসান। যেটা আপনার জন্য সঠিক নয় সেটা থেকে দূরে থাকুন। ছবি: এআই দ্বারা নির্মিত
13
13
মীন: অলসতা করে সময় কাটাবেন না। মন যা বলছে সেটা শুনে কাজ করুন। ভুল পথে চালিত হবেন না। সংযত এবং সতর্ক থাকুন উন্নতির জন্য। ছবি: এআই দ্বারা নির্মিত