কোটিপতিরাও তার কাছে হার মানেন। তিনি ইলন মাস্ক। তিনি একেবারে নিজের মতো করেই এগিয়ে গিয়েছেন। তাই বিশ্বের সেরার তালিকায় তিনি অনেকটা আগে।
2
9
বহুবার তার মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে এবার নতুন দিক সামনে এল। মাস্ক জানালেন টাকা দিয়ে অর্থনীতির ভিত তৈরি হয় না।
3
9
তিনি মনে করেন, সুইস অ্যাকাউন্ট, বিটকয়েনের কোনও দাম নেই। টাকা শুধু একটি সংখ্যামাত্র। তাই এগুলি দিয়ে অর্থনীতি তৈরি হবে না।
4
9
অর্থনীতি নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকেন। তারা সকলেই মনে করেন টাকাই হল অর্থনীতি। তবে টাকা শুধু নিজের প্রয়োজন মেটানোর চাবি আর কিছুই নয়।
5
9
যদি সঠিকপথে এগিয়ে যেতে হয় তাহলে টাকার ফাঁদ থেকে বেরিয়ে আসতেই হবে। ব্যাঙ্কে রাখা টাকা কেউ রান্না করে খেতে পারবে না। একই পরিস্থিতি বিটকয়েনের ক্ষেত্রেও।
6
9
যে কাজ করে অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি হবে সেই কাজকেই এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে প্রথম দিকে সমস্যা তৈরি হলেও পরে অর্থনীতিকে উন্নতির পথে নিয়ে যাওয়া যাবে।
7
9
আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যেই এআই বিশ্বকে নতুন দিকে নিয়ে যাবে। সেখানে বহু মানুষের কাজ হারানোর সম্ভাবনা রয়েছে। তবে এআই দিয়ে সব কাজ করা যাবে না বলেও জানান তিনি।
8
9
যারা কম বয়সে অবসর নিতে চান তাদের কাছে আগামী ১০ বছর অতি গুরুত্বপূর্ণ। তারা যদি হিসেব করে চলতে পারেন তাহলে নিজের ভবিষ্যতকে গড়তে পারবেন।
9
9
সামাজিক মাধ্যম থেকে অনেকে অর্থনীতির ভিত তৈরি করতে চাইলেও বিশেষ লাভ হবে না বলেই মনে করেন মাস্ক। তার মতে নিজেকে গড়তে হলে সবার আগে অন্যদের বিষয়ে ভাবতে হবে।