প্রতিটি সপ্তাহেই সোনা নতুন রেকর্ড তৈরি করেছে। গোটা বিশ্বজুড়ে সোনার মহিমা থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। সেখানে ফের একবার নিজের খেলা দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
2
9
প্রতিটি দেশ যেখানে সোনাকে একটি সেভ হেভেন হিসেবে দেখছেন সেখানে ট্রাম্প অন্য কিছু ভাবছেন। টার ট্যারিফের সরাসরি প্রভাব পডেছে সোনার বাজারে।
3
9
বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির জন্য সবথেকে বেশি দায়ী সোনা। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকে সোনা মজুত করার পথে চালিয়েছেন ট্রাম্প নিজেই।
4
9
বিশেষজ্ঞরা মনে করছেন, সোনা এবং রুপোর দাম চলতি বছরে আরও বাড়বে। বিশ্ব অর্থনীতির পক্ষে এটি একদিকে ভাল আবার অন্যদিকে খারাপ। এর জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট।
5
9
বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে সেখানে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নজরে রয়েছে মার্কিন ডলারের দাম। এর ওপরেই রয়েছে সোনা-রুপোর ভবিষ্যত।
6
9
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ইউরোপের বাজারকে নিজের কাছে রাখতে চাইছেন। তাই তিনি সোনা-রুপোর দিকেই নজর দিয়েছেন।
7
9
সোনার দাম বৃদ্ধির পাশাপাশি টাকার দাম নিচের দিকে চলেছে। সেখান থেকে দেখতে হলে সোনাকেই সকলেই গুরুত্ব দিয়েছে। এটিই চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
8
9
ন্যাটো দেশগুলির ওপর ট্রাম্প ১০ শতাংশ শুল্ক থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছেন। এরফলে বাজার অনেকটা ভীত হয়েছে। সোনার দামবৃদ্ধির এটাও একটি কারণ।
9
9
তবে এই পরি্স্থিতিতে বিশ্বের প্রতিটি দেশই মাথা ঠান্ডা করে কাজ করেছে। তারা ধীরে ধীরে সোনাকে মজুত করেছে। তাই সেখান থেকে নিজেদের বাজারকে তারা মজবুত করেছে।