আজকাল ওয়েবডেস্ক: এবার মিশন টি–২০ সিরিজ। টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রথম খেলা বুধবার। তার আগে সূর্যকুমার যাদব সহ টিম ইন্ডিয়া গেল জঙ্গল সাফারিতে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি–২০ বিশ্বকাপ। তার আগে এটাই ভারতের শেষ প্রস্তুতি। তবে বুধবার নাগপুরে প্রথম ম্যাচে নামার আগে অবশ্য ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটাররা। জঙ্গলে বাঘ দেখতে ছুটলেন সূর্যকুমাররা।
নাগপুরে সিরিজের প্রথম ম্যাচের আগে সোমবার ‘পেঞ্চ টাইগার রিজার্ভ’–এ গিয়েছিলেন সূর্যরা। ভারতের টি–২০ দলের অধিনায়কের সঙ্গে ছিলেন আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ঈশান কিশান ও রবি বিশ্নোই। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে রয়েছে এই ব্যাঘ্র প্রকল্প। শনিবার সেখানে পৌঁছোন ক্রিকেটাররা। রবিবার সেখানেই ছিলেন তাঁরা। সোমবার তাঁরা যান জঙ্গল সাফারিতে।
‘পেঞ্চ টাইগার রিজার্ভ’–এর ফিল্ড ডিরেক্টর জে দেবা প্রসাদ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার জঙ্গল সাফারির পর নাগপুর রওনা দেন ক্রিকেটাররা। বুধবার সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবেন তাঁরা। তবে বাঘের দেখা পাননি সূর্যরা। আর এক আধিকারিক জানিয়েছেন, চিতা ও অন্য জন্তু দেখেছেন সূর্যরা। কিন্তু বাঘ দেখতে পাননি। গোটা সাফারিতে হুডখোলা জিপে ঘুরেছেন ক্রিকেটাররা। সেখানে বাকি যে পর্যটকরা এসেছিলেন তাঁরা সূর্যদের দেখে অবাক হয়ে যান। তাঁদের অনেকের সঙ্গে ক্রিকেটাররা ছবিও তোলেন। পরে জঙ্গল ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন রিঙ্কুরা।
এর আগে গত বছর ১৫ ফেব্রুয়ারি ‘পেঞ্চ টাইগার রিজার্ভ’–এ গিয়েছিলেন সূর্যকুমার যাদব। ২০২৩ সালে শচীন তেন্ডুলকারও সেখানে গিয়েছিলেন। সূর্য এবার তার সতীর্থদের নিয়ে গেলেন। তাঁদের দেখে বোঝা যাচ্ছিল, গুরুত্বপূর্ণ সিরিজের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, অধিনায়ক হিসাবে বিশ্বকাপে নামবেন সূর্য। কিন্তু গত বছর থেকে তাঁর ফর্ম একেবারেই ভাল নেই। রান একেবারেই পাচ্ছেন না। নিউজিল্যান্ড সিরিজে রানে ফেরার লড়াই তাঁর। তাই সিরিজের আগে ফুরফুরে থাকতেই জঙ্গল সাফারি করে এল সূর্য অ্যান্ড কোং।
