আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্ত আসতে চলেছে। অজিত আগরকর ও তাঁর সতীর্থরা বিসিসিআই-কে প্রস্তাব দিয়েছে, এ প্লাস ক্যাটেগরি তুলে দেওয়ার জন্য। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি অজিত আগরকরদের প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়ে দেয় তাহলে অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে তাহলে তিনটি ক্যাটেগরি থাকবে-এ, বি ও সি।
বর্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন।
এ প্লাস ক্যাটেগরিতে যাঁরা রয়েছেন, তাঁরা পান সাত কোটি টাকা। এ, বি ও সি গ্রেডে যাঁরা রয়েছেন, তাঁরা পান ৫ কোটি, ৩ কোটি ও এক কোটি।
এ প্লাস ক্যাটেগরি থেকে রোহিত ও কোহলিকে পাঠিয়ে দেওয়া হবে বি ক্যাটেগরিতে। বর্তমানে এই দুই তারকা ক্রিকেটার একটিই ফরম্যাটে খেলেন। প্রস্তাবিত মডেলে যদি সম্মতি দেওয়া হয়, তাহলে রোহিত ও কোহলির কিন্তু গ্রেড বদলাচ্ছে। তবে পরিবর্তিত অবস্থায় প্রতিটি ক্যাটেগরির আর্থিক অঙ্ক কত তা এখনও জানা যায়নি।
বিরাট কোহলি সত্যি সত্যিই বিরাট অবতারে ধরা দিয়েছেন সদস্য সমাপ্ত ভারত-নিউ জিল্যান্ড সিরিজে। ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করেছেন কোহলি। প্রথম ম্যাচে ৯৩ রান করার পরে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি।
ইন্ডোরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে কোহলি যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল ভারত জিতবে। কিন্তু কোহলির শতরানেও ভারত জেতেনি। সিরিজ হেরে বসে।
রবিবার কোহলি ১০৮ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। যখন অন্য ভারতীয় ব্যাটাররা কিউয়িদের বলের নাগাল পেতে হিমসিম খাচ্ছেন, কোহলি তখন ব্যাট হাতে নিউজিল্যান্ডকে শাসন করছেন।
বিরাট কোহলি রানের পর রান করে চলেছেন। কিন্তু রোহিত শর্মার ব্যাটে রান নেই।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত ব্যর্থ হয়েছেন। তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত কিউয়িদের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমেছিল। কিন্তু হিটম্যান শুরুটা একেবারেই ভাল করতে পারেননি। দ্রুত ফিরে যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত তিনটি ম্যাচে ১৪৬ রান করেন। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে হিটম্যান মাত্র ৬১ রান করেন তিনটি ম্যাচে।
