আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের আইসিসি টুর্নামেন্ট। মোট ১২টি দল অংশ নেবে। ১২ জুন থেকে ৫ জুলাই চলবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সাতটি ভেন্যুতে খেলা হবে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। লর্ডসে ফাইনাল। ২৪ দিন ধরে হবে ৩৩টি ম্যাচ। ফাইনাল লর্ডসে। দ্য ওভাল, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে হবে মেয়েদের বিশ্বকাপের ম্যাচগুলো। লিগ পর্বে ১২ দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে ছ'টা দল।
প্রথম গ্রুপে থাকবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং কোয়ালিফায়ারের দুটো দল। দ্বিতীয় গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার থেকে ওঠা দুটো দল। প্রত্যেক গ্রুপের সেরা দুটো দল সেমিফাইনালে যাবে। ৩০ জুন এবং ২ জুলাই দ্য ওভালে দুটো সেমিফাইনাল। ৫ জুলাই লর্ডসে ফাইনাল। এবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে দলের সংখ্যা বেড়েছে। ইংল্যান্ডের কয়েকটা সেরা স্টেডিয়ামে ম্যাচ রাখা হয়েছে। টুর্নামেন্টের ডিরেক্টর বেথ বারনেট ওয়াইল্ড বলেন, 'এক মাসের মেয়েদের বিশ্বকাপ মেয়েদের ক্রিকেটের ভোল বদলে দেবে। দেশের আইকনিক ভেন্যুতে ম্যাচ রাখা হচ্ছে। হাজার হাজার ফ্যানদের সামনে বিশ্বের সেরা ক্রিকেটাররা লড়বে। মেয়েদের ক্রিকেটকে প্রাপ্য মঞ্চ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'
