আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো নামতে পারবেন না জশপ্রীত বুমরাহ। অক্টোবরের ২ থেকে ৬ পর্যন্ত চলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে অনিশ্চিত এই চ্যাম্পিয়ন বোলার।
ভারত-ইংল্যান্ড সিরিজে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে নামেন বুম বুম বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বুমরাহ নামেননি বাকি টেস্ট গুলোতে। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাক্তন ক্রিকেটাররা বুমরাহর সমালোচনায় মেতে উঠেছেন।
এশিয়া কাপের দল এখনও ঘোষণা করেনি বোর্ড। মনে করা হচ্ছে ওই দলে থাকবেন বুমরাহ। এবং সেই কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বিশ্রাম নেবেন বুমরাহ।
আরও পড়ুন: বুমরাহকে ছেড়ে কথা বলছেন না কেউই, এবার কড়া ভাষায় সমালোচনা করলেন আজহার ...
৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ তারিখ। ১৪ তারিখ ভারত-পাক ম্যাচ। তবে একবার নয়, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ একাধিকবার হতে পারে বলে মনে করা হচ্ছে। বাইশ গজে দুই প্রতিবেশী দেশের লড়াই নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে চর্চা।
এদিকে জশপ্রীত বুমরাহর বেছে বেছে টেস্ট ম্যাচ খেলার পক্ষপাতী নন প্রাক্তন ক্রিকেটাররা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলার বিরোধিতা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলেন, ''এটা যদি চোট আঘাতের ব্যাপার থাকে তাহলে বোর্ড আর সংশ্লিষ্ট প্লেয়ার মিলে ঠিক করবে। তবে আমার মনে হয় দলে থাকলে বেছে বেছে ম্যাচ না খেলাই ভাল। ওয়ার্কলোড রয়েছে ঠিকই তবে এই লেভেলে এসে ম্যানেজ করতে হবে। দেশের হয়ে খেলছো যখন তখন এটা মাথায় রাখতে হবে।''
শুধু বুমরাহ নন, দিলীপ ভেঙ্গসরকারও ভারতের চ্য়াম্পিয়ন বোলারকে নিয়ে মন্তব্য করেন। ভেঙ্গসরকার বলেন, ''ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের গুরুত্ব এবং পিঠের ব্যথার কথা বিবেচনা করে, বিসিসিআই, নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজেমেন্টের উচিত ছিল বুমরাহকে বলা যে আইপিএল থেকে সরে দাঁড়াও। এই আইকনিক সিরিজের জন্য পুরোদস্তুর ফিট ও সতেজ বুমরাহকে আমাদের দরকার ছিল। আমি যদি মুখ্য নির্বাচক হতাম, তাহলে মুকেশ আম্বানিকে বোঝানোর চেষ্টা করতাম ইংল্যান্ড সিরিজের জন্য বুমরাহকে আইপিএল থেকে বিশ্রাম দেওয়া দরকার। অথবা আইপিএলে কম সংখ্যক ম্যাচ খেলুক বুমরাহ। আমি নিশ্চিত ওরা এই প্রস্তাব মেনে নিত।''
দেশের প্রাক্তন ক্রিকেটারের মতে, ''এই ধরনের সিরিজ চার বছরে একবার আসে। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে না। এই ধরনের সিরিজ খেলতে চায় সবাই। বুমরাহ দলে থাকলে সিরিজটা আমরা জিততেও পারতাম।''
ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২–২ ড্র করে ফিরেছে ভারত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওভাল টেস্ট খেলেননি বুমরাহ। বুম বুম বুমরাহর অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন। তিনি লাইটহাউজের কাজ করেন। বুমরাহকে ছাড়াই ভারতের পক্ষে টেস্ট ম্যাচ জেতা সম্ভব, তা প্রমাণিত হয় বিদেশের মাটিতে।
