আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে ভারতের মেয়েরা। বড় হারে রানরেটেও ধাক্কা খেয়েছে। গ্রুপ পর্বের গেরো পেরোতে বাকি সবকটা ম্যাচ জিততে হবে। যার শুরুটা করতে হবে রবিবার পাকিস্তান ম্যাচ দিয়ে। জঘন্য হারের পর নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য মাত্র একদিন সময় পাবেন হরমনপ্রীত, স্মৃতিরা। নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতের মেয়েদের। যা সেমিফাইনালের আশায় বড় ধাক্কা। এক ম্যাচের পর ভারতের রানরেট -২.৯৯। যার ফলে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন বিভাগেই ফ্লপ ভারতের মেয়েরা। ২৪ ঘণ্টার মধ্যে চাকা ঘোরাতে হবে হরমনপ্রীতদের। কঠিন হলেও, এছাড়া কোনও উপায় নেই। 

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানের। সেখানে পিছিয়ে থেকেই নামবেন স্মৃতি, জেমাইমারা। জয়ে ফিরতে প্রথমেই দলের কম্বিনেশন ঠিক করতে হবে। দলে একজন বাড়তি পেসার খেলাতে গিয়ে একজন কম ব্যাটারে খেলে ভারত। যার ফলে ব্যাটিং লাইন আপ ঘেঁটে যায়। হরমনপ্রীতকে তিন নম্বরে ব্যাট করতে হয়, এবং জেমাইমাকে চারে। পাঁচ নম্বরে নামেন রিচা। এরা কেউই এই পজিশনে খেলতে অভ্যস্ত নয়। চার নম্বরে সফল ভারত অধিনায়ক। এর আগে ১৯ বার ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে একটিও অর্ধশতরান পাননি হরমনপ্রীত। তিনজন পেসারকে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। কিউয়ি পেসাররা পুরোদমে উইকেটের সাহায্য নেয়। কিন্তু এবছর টি-২০ ক্রিকেটের তৃতীয় সেরা বোলার পূজা ভস্ত্রকরকে মাত্র এক ওভার বল দেওয়া হরমনপ্রীতের বড় ভুল। তিন পেসার খেলাতে গিয়ে বাদ পড়েন রাধা যাদবও। তাই পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সঠিক টিম কম্বিনেশন গড়তে হবে। আরও একটা ম্যাচ হারলেই শেষ চারে যাওয়ার সম্ভাবনা শেষ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ব্যর্থ হয়েছে ব্যাটাররা, ব্যাটিংয়ের শক্তি আরও বাড়াতে দায়ালান হেমলথাকে নেওয়া হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত। দুই দলের ১৫ সাক্ষাতে ১২টা জিতেছে ভারতের মেয়েরা। এটাই হরমনপ্রীতদের মনোবল বাড়াবে।