আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। ভেন্যু নিয়ে জটিলতার পর এবার জার্সি নিয়ে। টুর্নামেন্টের লোগো হিসেবে পাকিস্তানের নাম ভারতীয় দলের কিটস এবং জার্সিতে রাখা হয়নি। নিজেদের ম্যাচ দুবাইয়ে খেলায় পাকিস্তানের লোগো রাখতে চায়নি বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে কড়া বার্তা দিল আইসিসি। বিসিসিআইয়ের এই কারণ মানতে চায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্টের প্রধান আয়োজক হিসেবে পাকিস্তানের নাম তাঁদের জার্সি এবং কিটসে রাখতে হবে।

আইসিসির এক কর্তা বলেন, 'টুর্নামেন্টের লোগো জার্সিতে রাখা প্রত্যেক দলের কর্তব্য। সব দলকে এই নিয়ম মানতে হবে।' অ্যাপেক্স বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতীয় দলের কিটসে পাকিস্তানের নাম সহ চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো না থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলা যেখানেই হোক না কেন আয়োজক দেশের নাম এবং লোগো জার্সিতে থাকা বাধ্যতামূলক। মঙ্গলবার একটি রিপোর্টে জানা যায়, দলের জার্সিতে পাকিস্তানের নাম লেখার বিষয়ে আগ্রহী নয় বিসিসিআই। কিন্তু পাকিস্তান বোর্ডের কাছে তেমন কোনও খবর ছিল না।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায়। শেষপর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে ভবিষ্যতে আইসিসি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে খেসারত দিতে হবে ভারতীয় বোর্ডকে। টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠান হবে পাকিস্তানে। সেখানে রোহিত শর্মার যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বোর্ড তাঁকে বর্ডার পার করার অনুমতি দেবে কিনা এখনও জানা যায়নি।