আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। পাকিস্তানে না যাওয়ার ঘোষণার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের প্রতি ভারতের পররাষ্ট্র নীতির ব্যাখ্যা দিতে এবার ক্রিকেটের তুলনা টেনে এনেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথের আত্মজীবনী ‘ফিয়ারলেস’ প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের প্রতি ভারতের নীতি ‘প্রথাগত সাইড-অন পজিশন’ থেকে পরিবর্তিত হয়ে ‘ওপেন-চেস্টেড পজিশনে’ চলে এসেছে।

 

 

 

ভারতের অবস্থান স্পষ্ট করে মহিন্দর অমরনাথকে উদ্দেশ্য করে জয়শঙ্কর বলেন, "আপনি বলেছিলেন, আপনি তাদের বিরুদ্ধে ভাল খেলেছিলেন কারণ, প্রথাগত সাইড-অন পজিশন থেকে এখন আপনি ওপেন-চেস্টেড পজিশনে চলে এসেছেন। আমি পাকিস্তান নীতির সেই সময়ের জন্য এর চেয়ে ভালো বর্ণনা আর পেতাম না’। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে শুক্রবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। সমস্ত দলের প্রতিনিধিই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বৈঠকে। পাকিস্তানে যে খেলতে যাবে না তা ভারত আগেই জানিয়ে দিয়েছে।

 

 

বরং হাইব্রিড মডেলের উপর জোর দিয়েছে বিসিসিআই। কিন্তু এই মডেল মানতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, হাইব্রিড মডেলকেই সেরা বিকল্প মনে করছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মতে, টুর্নামেন্টের স্বার্থে সব দেশই এই মডেল মেনে নেবে। কারণ ভারত–পাকিস্তান না খেললে টুর্নামেন্টের জৌলুস অনেকটাই কমে যাবে।