আজকাল ওয়েবডেস্ক: প্লে অফে যেতে পারবে গতবারের রানার্সরা? গুজরাটের কাছে হারার পর খাতায় কলমে এখনও সম্ভাবনা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। যদিও সেই অঙ্ক বড় জটিল। ১০ ম্যাচ খেলে হায়দরাবাদের পয়েন্ট এখন ৬। রয়েছে নয় নম্বরে। হাতে রয়েছে আর চারটি ম্যাচ। নেট রান রেট -১.১৯২। এই জায়গা থেকে প্লে অফে যেতে হলে বাকি চারটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে মুম্বই, গুজরাট, আরসিবি ও পাঞ্জাবের ম্যাচের দিকে। এই চার দলের মধ্যে মুম্বই, গুজরাট ও আরসিবির পয়েন্ট ১৪। আর পাঞ্জাবের ১৩। মুম্বইয়ের হাতে রয়েছে তিন ম্যাচ। বাকি তিন দলের হাতে চারটি করে ম্যাচ। এই চার দলই আর একটি করে ম্যাচ জিতলেই হায়দরাবাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর একটি করে জিতলেই মুম্বই, গুজরাট ও আরসিবির হবে ১৬ পয়েন্ট। আর পাঞ্জাবের হবে ১৫। আর হায়দরাবাদ কোনওভাবেই ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না।
তাই হায়দরাবাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এবারের মতো প্রায় শেষ। যদি কিন্তু একটা থেকে গেছে। তবে অঙ্ক বড় জটিল।
ইতিমধ্যেই চেন্নাই ও রাজস্থান ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে। বাকি আট দল রয়েছে প্লে অফের দৌড়ে। তবে যা পরিস্থিতি তাতে মুম্বই, গুজরাট, আরসিবি ও পাঞ্জাবেরই প্লে অফে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লিগ টেবিলের বর্তমান অবস্থা যা বলছে।
