আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলি খানের ভারতীয় ভিসা খারিজ হওয়ার দাবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় সৃষ্টি করেছে। ছড়িয়ে পড়ে, টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটারদের ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এখনও কোনও ভিসা নাকচ করা হয়নি। বিষয়টি প্রশাসনিক রিভিউয়ের পর্যায় রয়েছে। ১৩ জানুয়ারি কলম্বোর ভারতীয় হাই কমিশনে ভিসা ইন্টারভিউয়ের পর, ক্লিয়ারেন্সের অপেক্ষায় পাকিস্তান বংশোদ্ভূত চার মার্কিন ক্রিকেটার। এই তালিকায় আছেন আলি খান, শায়ন জাহাঙ্গীর, মহম্মদ মহসিন এবং এহসান আদিল। টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বর্তমানে ইউএসএ দলের সঙ্গে কলম্বোয় আছেন তাঁরা।
একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আইসিসির সূত্র জানায়, চারজন ক্রিকেটারই নির্দেশ অনুযায়ী তাঁদের কাগজপত্রের কাজ সম্পূর্ণ করেছে। আইসিসির সূত্র বলেন, 'শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসে এদিন সকালে ওদের ইন্টারভিউ ছিল। ভিসা আবেদনের আগে আইসিসির নির্দেশ অনুযায়ী ওরা কাগজপত্রের কাজ শেষ করেছে। সেখানে ওদের জানানো হয়, এই মুহূর্তে ভিসা দেওয়া সম্ভব নয়। বিকেলে ভারতীয় দূতাবাস থেকে ফোন যায় মার্কিন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজমেন্টের কাছে। জানানো হয়, আরও কিছু প্রয়োজনীয় তথ্য তাঁরা পেয়েছে। বিদেশ মন্ত্রকের থেকে আরও কিছু তথ্যের অপেক্ষায়। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।' দাবি করে হয়, এটা শুধু প্রক্রিয়া মাত্র। এর অর্থ ভিসার আবেদন খারিজ নয়। তাঁদের আবেদন রিভিউ করা হচ্ছে। যা সবার ক্ষেত্রেই রুটিন প্রক্রিয়া। এর আগেও ভারতে খেলতে আসার সময় মঈন আলি, শোয়েব বসির এবং উসমান খোয়াজাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে।
মঙ্গলবার আলি খানের ইনস্টাগ্রামে স্টোরির পর বিষয়টি নজরে আসে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়, কোনও ভিসা নাকচ করা হয়নি। এইসব ক্ষেত্রে একাধিক বিভাগ থেকে ক্লিয়ারেন্স লাগে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সংযুক্ত আরব আমিরশাহি, কানাডা, ওমান এবং ইতালির সমস্ত পাকিস্তান বংশোদ্ভূত প্লেয়ারকে একই প্রটোকলের মধ্যে দিয়ে যেতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার নিজের ইনস্টগ্রাম পোস্টে আলি খান জানান, তাঁর ভারতীয় ভিসা খারিজ হয়ে গিয়েছে। তিনি লেখেন, 'ভারতের ভিসা খারিজ হয়ে গিয়েছে।' টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। ভারতের গ্রুপেই রয়েছে ইউএসএ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রথম প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়নি। তবে ভারত এবং পাকিস্তানের বংশোদ্ভূত একাধিক ক্রিকেটারকে দলে রাখা হবে। এমনই একজন প্লেয়ার আলি খান। ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের অঙ্গ ছিলেন।
