আজকাল ওয়েবডেস্ক: বুধবারই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। ভদোদরায় জেতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে আপাতত ১–০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।
রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদলের সম্ভাবনা। অন্তত একটি বদল তো হবেই। ভদোদরায় চোট পেয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে দিল্লির তরুণ ব্যাটার আয়ূষ বাদোনিকে। তাঁর অভিষেক হতে পারে রাজকোটে। অথবা খেলানো হতে পারে ধ্রুব জুরেলকে। তিনি খেললে তাঁরও অভিষেক হবে একদিনের আন্তর্জাতিকে। তবে পাল্লা একটু ভারী বাদোনির দিকে।
রাজকোটে ৩০১ রান তাড়া করে জিতেছে টিম ইন্ডিয়া। জয়ের মূল স্থপতি ছিলেন বিরাট কোহলি। সঙ্গে শ্রেয়স আইয়ার ও শুভমান গিলের কথাও বলতে হবে।
এটা ঘটনা, রাজকোটের ২২ গজ অচেনা নয় ভারতীয় দলের। আর তাই টিম ইন্ডিয়া চাইছে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে। তাহলে আগামী রবিবার ইন্ডোরে তৃতীয় ম্যাচে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করতে পারবেন গম্ভীর। পাশাপাশি টি–২০ বিশ্বকাপের আগে প্রয়োজনীয় বিশ্রামও দিতে পারবেন গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের।
যদিও বোলিং নিয়ে চিন্তা থাকছে। ভদোদরায় হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা ব্যর্থ। নিউজিল্যান্ডের ব্যাটিং শক্তি বেশ ভাল।
তবে ব্যাটিং নিয়ে অতটা চিন্তা নেই। কারণ গিল রানে ফিরেছেন। চোট সারিয়ে শ্রেয়সও রান পেয়েছেন। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে গিলই আসবেন। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চার নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নামবেন রবীন্দ্র জাদেজা। ছয় নম্বরে লোকেশ রাহুল। প্রথম ম্যাচের মতো রাজকোটেও তিনিই থাকবেন উইকেটরক্ষক হিসাবে। ওয়াশিংটনের পরিবর্তে প্রথম একাদশে ঢোকার লড়াই ধ্রুব জুরেল এবং বাদোনির। তবে এগিয়ে রয়েছেন বাদোনি। কারণ তিনি অফ স্পিন করতে পারেন প্রয়োজনে।
ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। আট থেকে ১১ নম্বর পর্যন্ত পর পর আসবেন হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা। পরিস্থিতি বুধে হর্ষিতকে একটু আগেও নামানো হতে পারে। এই ম্যাচেও সম্ভবত খেলার সম্ভাবনা নেই অর্শদীপ সিংয়ের। ভদোদরায় রান দিলেও রানা, সিরাজ, কৃষ্ণাকেই খেলানোর সম্ভাবনা বেশি।
