আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে অনুশীলনে তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কেএল রাহুলকে। তেমনই একটি ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিসিসিআই। তাতে উঠতি ক্রিকেটারদের ধৈর্য ধরার পরামর্শ দেন তারকা ক্রিকেটার। একই সঙ্গে নিজেকে তৈরি রাখতে বলেন। জানান, আন্তর্জাতিক ক্রিকেটে এই মন্ত্রেই এমন জায়গায় পৌঁছেছেন তিনি। দ্রুত রেজাল্টের পেছনে না ছুটে, প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। রাহুল বলেন, 'এমন নয় যে তুমি সুযোগ পাবে না। তোমাকে ২-৩ বছর মাঠের বাইরে বসে থাকতে হতে পারে। রাজ্যের দলে সুযোগ না পেলে, অন্য কোনও টুর্নামেন্টে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবে।' 

তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনায় শৃঙ্খলাপরায়ন হওয়ার পরামর্শ দেন। রাহুল বলেন, 'সর্বক্ষণ নিজের ওপর কাজ চালিয়ে যেতে হয়। উন্নতি করার চেষ্টা করতে হয়। নিজেকে তৈরি রাখতে হয়। সুযোগ পেলে এমন পারফর্ম করতে হয় যাতে কেউ বাদ না দিতে পারে। তবে সেক্ষেত্রেও প্রক্রিয়াটা উপভোগ করতে হয়। একজন প্লেয়ারের আর কোনও বিকল্প নেই। এটাই নিজের হাতে থাকে।' কঠিন সময় কীভাবে পার করতে হয়, সেই বিষয়েও মন্তব্য করেন রাহুল। জানান, সব প্লেয়ারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। দুঃখ, হতাশা গ্রাস করে। কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাহুল। ছয় নম্বরে নেমেও স্বমহিমায়। তাঁর ব্যাটে ভর করেই প্রথম একদিনের ম্যাচ জেতে ভারত।