আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন রেনেগেডসের হয়ে ম্যাচ খেলছিলেন মহম্মদ রিজওয়ান। তারমধ্যেই তাঁকে জোর জবরদস্তি 'রিটায়ার আউট' করে ক্রিজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সিডনি থান্ডারের বিরুদ্ধে বিগ ব্যাশের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। তারপর থেকেই চর্চায় উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে স্ট্রাইক রেট নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন রিজওয়ান। এদিনের ম্যাচে ২৩ বলে ২৬ রান করেন। তারপরই রেনেগেডসের অধিনায়ক উইল সুদারল্যান্ড তাঁকে ক্রিজ ছাড়ার নির্দেশ দেন। যা পাকিস্তানের ক্রিকেট সম্প্রদায়ে আলোড়ন ফেলে দেয়। অনেকেই মনে করেন, রিজওয়ানের মাপের একজন ক্রিকেটারের জন্য এমন ঘটনা অপমানজনক। 

এই প্রসঙ্গে নিজের ইউ টিউব চ্যানেলে মন্তব্য করেন কামরান আকমল। প্রশ্ন ওঠে, এর প্রতিবাদে কি পাকিস্তানে ফিরে যাওয়া উচিত রিজওয়ানের? এই দাবি মেনে নেন প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। তবে পাশাপাশি জানান, বর্তমানে টি-২০ ফরম্যাট অনুযায়ী নিজের খেলায় বদল আনতে হবে পাক উইকেটকিপার ব্যাটারকে। আকমল বলেন, 'আমি বিশ্বাস করি, এটা হওয়া উচিত নয়। ও আমাদের সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম। নিজেকে প্রমাণ করেছে। তবে বুঝতে হবে এই লিগগুলোয় দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রত্যেক দেশই আধুনিক প্রক্রিয়া অবলম্বন করছে। সুতরাং নিজেকে তার সঙ্গে মানিয়ে নিতে হয়। যেদিন থেকে ও টি-২০ খেলতে শুরু করেছে, একই মাইন্ডসেট নিয়ে খেলছে। অস্ট্রেলিয়ায় খেলাটাকে অন্যভাবে দেখা হয়। একই ধরনের ট্যাকটিক্যাল মুভ আমরা আইএলটি ২০ এবং আইপিএলে দেখেছি।' 

তিলক বর্মার উদাহরণ তুলে ধরেন আকমল। ২০২৫ আইপিএলে তাঁকে 'রিটায়ার্ড আউট' করে মুম্বই। এই প্রসঙ্গে আকমল বলেন, 'তিলক বর্মার মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ডাগআউটে ডেকে পাঠানো হয়। এগুলো ম্যাচ পরিস্থিতির ওপর নির্ভর করে। রিজওয়ানকে নিজের ভবিষ্যৎ বুঝে নিতে হবে। আমি গত তিন-চার বছর ধরে বলছি, যেভাবে ও খেলছে, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। আধুনিক ক্রিকেটে দ্রুত গতিতে এগোচ্ছে। তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এমন ঘটনা আমাদের সেরা প্লেয়ার এবং পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হওয়া উচিত নয়। তবে ও নিজেই এই জায়গা তৈরি করে দিয়েছে।' প্রসঙ্গত, পাকিস্তানের প্লেয়ারের সঙ্গে এইধরনের ঘটনা প্রথম নয়। প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় বেঞ্চে রাখা হয় ইউনিস খানকে। তার উত্তরে তিনি বলেন, 'আমি পাকিস্তানের অধিনায়ক। আমি বেঞ্চে বসব না। আমাকে সম্মানের সঙ্গে ফেরত পাঠিয়ে দাও।' প্রশ্ন হল, রিজয়ানেরও কি এমন করা উচিত?