আজকাল ওয়েবডেস্ক: আইসিসির কনকাশন বদলি নিয়মের কড়া সমালোচনায় ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে, হেলমেটে বলের আঘাত পাওয়া ক্রিকেটারের বদলি যদি খেলানো যায়, তাহলে গুরুতর চোটে কেন পাওয়া যাবে না পরিবর্ত!
ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ঋষভ পন্থের চোট ঘিরে যত বিতর্ক। ম্যাচের প্রথম দিন ক্রিস ওকসের ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে আঘাত লাগে পন্থের।
প্রবল যন্ত্রণায় প্রায় কাতরাতে থাকেন পন্থ। দাঁড়াতেই পারছিলেন না তিনি। বুট খোলার পর দেখা যায় তাঁর পা ফুলে রয়েছে। পরে খবর আসে পন্থের পায়ের পাতায় চিড় ধরেছে। সেই অবস্থায় তিনি খেলতে নামেন। হাঁটতে না পারায় পন্থকে অ্যাম্বুল্যান্স করে মাঠ ছাড়তে হয়।
আরও পড়ুন: নিজের দোষেই চোট পেল পন্থ, বলছেন এই প্রাক্তন ইংরেজ ক্রিকেটার
স্ক্যান রিপোর্টে দেখা যায় তাঁর পায়ের পাতায় চিড় ধরেছে। দল বিপন্ন এই পরিস্থিতিতে পন্থ ব্যাট করতে নামেন। অর্ধশতরানও করেন। তাঁকে স্হাগত জানানো হয়। যখন তিনি চোট পেয়েছিলেন, তখন তাঁর রান ছিল ৩৭। ভাঙা পা নিয়েই ৫৪ রানের ইনিংস খেলেন পন্থ। তাঁর জন্যই ভারত সাড়ে তিনশো রানের গণ্ডি অতিক্রম করে। শার্দূল ঠাকুর জানান, প্রচণ্ড ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন পন্থ। অস্বস্তির ছাপ দেখা যায় পন্থের ব্যাটিংয়ে। সবটা দেখার পরে ক্ষুব্ধ গাভাসকর।
কনকাশন বদলির নিয়মকে অপ্রয়োজনীয় বলেই ব্যাখ্যা করেন গাভাসকর। লিটল মাস্টারের মতে, শর্ট বল খেলতে না পারা ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট খেলারই দরকার নেই। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ''আমার সবসময়ই মনে হয়েছে অক্ষমতার জন্য লাইক-ফর-লাইক বদলি দেওয়া হচ্ছে। শর্ট-পিচ বোলিং ভালভাবে খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী! টেনিস বা গল্ফ খেললেই হয়। ক্রিকেট খেলার দরকার কী! এমন একজনের জন্য লাইক-ফর-লাইক বদলি দেওয়া হচ্ছে, যে শর্ট বল খেলতে পারে না এবং আঘাত পায়।”
পন্থের চোট গুরুতর ছিল। এরকম পরিস্থিতিতে বদলি ক্রিকেটার খেলানোর নিয়ম দেখতে চান সানি। এর জন্য কমিটি গঠনের পরামর্শও দেন প্রাক্তন ক্রিকেটার। গাভাসকর বলেছেন, ''এখানে এটা স্পষ্ট চোট। এর জন্য পরিবর্ত থাকা উচিত। আমি চাই, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হোক। আইসিসির একটা ক্রিকেট কমিটি আছে। তার নেতৃত্বে সৌরভ গাঙ্গুলি। আইসিসি-র চেয়ারম্যান আবার জয় শাহ।'' গাভাসকরের সংযোজন, ''আমরা এমন কোনও পরিস্থিতি চাই না, বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলবে, ভারত এরকম পরিস্থিতিতে পড়ায় এসব করা শুরু হয়েছে। এসব চোট যাচাইয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটি কমিটি করা হোক। সেই কমিটিতে চিকিৎসকরাও থাকতে পারে। সেই কমিটি সিদ্ধান্ত নিক।”
গাভাসকরের সঙ্গে সহমত পোষণ করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তাঁর মতে, খেলার মান ধরে রাখতে নিয়মে বদল আনা প্রয়োজন। ভন বলছেন, “যদি কোনও ফুটবলারের ম্যাচের শুরুতেই পা ভেঙে যায়, তাহলে তার বদলি নামানো যায়। ক্রিকেট কেন আলাদা হবে? পন্থের পায়ের পাতায় চিড় ধরেছে। চলতি ম্যাচে বা তার পরের ম্যাচে হয়তো খেলতেই পারবে না। এই ধরনের পরিস্থিতিতে চোটের জন্য ‘লাইক-ফর-লাইক’ বদলির স্পষ্ট নীতি প্রয়োজন।''
আরও পড়ুন: ভারতীয় ফুটবল নিয়ে হাসি-মস্করা! জাভি-গুয়ার্ডিওলার নাম দিয়ে ভুয়ো মেল ফেডারেশনকে
