আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার সমালোচনা করেছিলেন গৌতম গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখ্যাতে। এবার ভারতের ব্যাটিং কোচকে পালটা দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। 

কিউয়িদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে রোহিত করেছেন যথাক্রমে ২৬ ও ২৪। রায়ান টেন দুশখ্যাতে এর আগে ম্যাচের সময়কার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি  বলেছিলেন যে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ রোহিতের ব্যাটিং স্টাইলের জন্য উপযুক্ত ছিল না এবং সিরিজের আগে তিনি বেশি ক্রিকেট খেলেননি। রায়ান টেন দুশখ্যাতের এহেন মন্তব্যকে ভাল ভাবে নেননি মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন অধিনায়ক রোহিতের পাশে দাঁড়িয়ে দুশখ্যাতেকে তোপ দেগেছেন। মনোজ বলেছেন, রোহিত যা অর্জন করেছেন, তার পাঁচ শতাংশও অর্জন করতে পারেননি দুশখ্যাতে। তবুও কেন তিনি রোহিতের ক্রিকেট নিয়ে কথা বলছেন? 

মনোজ তিওয়ারি বলছেন, ''অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি রায়ান টেন দুশখ্যাতেকে বলতে চাই যে ও আমার সঙ্গে চার বছর ধরে কেকেআরে ছিল। নিঃসন্দেহে খুবই ভাল মানুষ দুশখ্যাতে। কিন্তু দুশখ্যাতে যে ধরনের মন্তব্য করেছে, আমার মনে হয়, মন্তব্য করার আগে ওর একবার ভাবা উচিত ছিল। ও নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। তবে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে যা অর্জন করেছে তার পাঁচ শতাংশও অর্জন করতে পারেনি দুশখ্যাতে। ব্যাটার হিসেবে তো নয়ই এমনকী অধিনায়ক হিসেবেও নয়।'' 

রোহিত ব্যাট হাতে যেমন সফল। তেমনই অধিনায়ক হিসেবেও সাদা বলের ক্রিকেটে সফল। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে মনোজ তিওয়ারি বলছেন, ''দেশকে অনেক কিছু দিয়েছে রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভক্তদের খুশি করেছে। সেই খেলোয়াড় সম্পর্কে এহেন মন্তব্য কিন্তু হতাশাজনক। কেন বলল আমি জানি না। ওর ভাবা উচিত ছিল। আমার মনে হয় এই ধরনের মন্তব্য ওর করা উচিত হয়নি।'' 

রবিবার ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ। সিরিজের ফলাফল এখন ১-১। রবিবার কি রোহিতের ব্যাট কথা বলবে? রায়ান টেন দুশখ্যাতে কি জবাব দেবেন রোহিত? সময় এর উত্তর দেবে।