আজকাল ওয়েবডেস্ক: ৬৯তম জাতীয় বিদ্যালয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় রিদমিক জিমন্যাস্টিক্স ইভেন্টে অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিভাগে ক্লাবস ও রিবন ইভেন্টে জোড়া স্বর্ণপদক জেতেন দেবস্মিতা হালদার। বাঁকুড়া জেলার জিমন্যাস্ট তিনি। এছাড়াও ব্যক্তিগত প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের মধ্যে রিদমিক জিমন্যাস্টিক্সে তৃতীয় স্থান অধিকার করেন দেবস্মিতা। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগে হিয়া পারভিন রুপো জিতেছে বল ইভেন্টে। উপমা কুমার ক্লাবস ইভেন্টে রুপো জেতেন। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের এবং মেয়েদের বিভাগের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে জাতীয় বিদ্যালয় প্রতিযোগিতায় বাংলার জয়জয়কার।
দলগত প্রতিযোগিতা এবং ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জেতেন পশ্চিমবঙ্গের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বছরের ছেলেমেয়েরা। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের এপারেটাস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৭ বছর ছেলেদের বিভাগের ফ্লোর এক্সেসাইজে, রিংসে বাংলার প্রেমাংশু বেরা প্রথম স্থান অধিকার করেন।অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে ফ্লোর এক্সারসাইজে গৌরব চক্রবর্তী প্রথম স্থান অর্জন করেন। সোহম মজুমদার পমেল হর্স ইভেন্টে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে প্রথম স্থান অধিকার করে।
অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে রিংসে প্রথম স্থান পান সুমন দত্ত। টেবিল ভল্ট ইভেন্টে বাংলার কৌশিক মন্ডল এবং গৌরব চক্রবর্তী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের ভল্ট অপারেটে ঐন্দ্রিলা গলুই দ্বিতীয় স্থান অধিকার করেন। আন ইভেন্ট বারসে তোরা সানি প্রথম হয়। ব্যালেন্স বিমে তৃতীয় স্থান অধিকার করেন। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের ফ্লোর এক্সেসাইজ ও আন ইভেন বারস ইভেন্টে সৌমিলি কারার প্রথম স্থান অধিকার করেন। ভল্ট ইভেন্টে তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন। ব্যালেন্স বিম ইভেন্টে জিনিয়া দেবনাথ প্রথম স্থানে শেষ করে।
