আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় পাকিস্তানের ক্রিকেট। ভেঙে গেল ২৩২ বছরের রেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বনিম্ন রান করেও ম্যাচ জেতার নজির গড়ল পাকিস্তান টিভি। প্রেসিডেন্টস ট্রফিতে সুই নর্দার্ন গ্যাসের জন্য ৪০ রানের টার্গেট সেট করে পাকিস্তান টিভি। কিন্তু সেই রান ওঠেনি। রেকর্ডবুকে নাম তোলে। মাত্র ২ রানে জেতে পিটিভি। ভেঙে দেয় ২৩২ বছরের রেকর্ড। ১৭৯৪ সালে লর্ডসে এমসিসির বিরুদ্ধে ৪১ রান করেও জিতেছিল ওল্ডফিল্ড। মাত্র ৬ রানে ম্যাচ জেতে। এবার সেই নজিরও ছাপিয়ে গেল।
শনিবার পিটিভির বাঁ হাতি স্পিনার আলি উসমানের দাপটে চূর্ণ হয়ে যায় প্রতিপক্ষ। ৯ রানে ৬ উইকেট নেন। দলকে ইতিহাস সৃষ্টি করতে সাহায্য করেন। মাত্র ৩৭ রানে অলআউট হয়ে যায় সুই নর্দার্ন। চার দিনের ম্যাচে, প্রথম ইনিংসে ১৬৬ রান করে পিটিভি। জবাবে ইনিংস শেষে ২৩৮ রান করে ৭২ রানে এগিয়ে যায় সুই। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রান করে পিটিভি। মাত্র ৪০ রানে লিড ছিল। তাতে মনে হয়েছিল, পিটিভির জন্য ম্যাচটা শেষ। লড়াই করার মতো কোনও জায়গা ছিল না।।কিন্তু আদতে সেটা হয়নি। এই রানও তুলতে ব্যর্থ সুই নর্দার্ন। এর আগে এমন নজির নেই। সর্বনিম্ন রানে জেতার নজির গড়ে পিটিভি।
