আজকাল ওয়েবডেস্ক: মাঝে আর মাত্র একদিন। তারপরই শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ২০ জুন লিডসে প্রথম টেস্ট। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার নিক নাইট মনে করেন, তিন তারকার অবসরে ভারতের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হবে। সেই কারণেই এই সিরিজে তাঁর ফেভারিট ইংল্যান্ড। নাইট বলেন, 'রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল সম্পূর্ণ ভিন্ন চেহারা নেবে। তবে এখনই ওদের ছাড়া মানিয়ে নেওয়ার সেরা সময়। আমি ভারতে প্রচুর কাজ করি। অনেক তরুণদের উঠে আসতে দেখছি। আমার মতে, সাই সুদর্শন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি। ভাল সিরিজ হবে। তবে আমি মনে করি, ফেভারিট হিসেবে শুরু করবে ইংল্যান্ড।' 

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হতে চলেছে শুভমন গিলের। লাল বলের ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা সঞ্চয় হয়নি। তারমধ্যেই অধিনায়কত্বের চাপ। যা তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। নাইট মনে করেন, নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়ে ভারসাম্য রাখা গিলের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে তাঁর ধারণা, ট্যাকটিক্যাল দিক থেকে ভালই করবে টিম ইন্ডিয়ার তরুণ নেতা। নাইট বলেন, 'অবশ্যই প্রত্যাশার পারদ তুঙ্গে থাকবে। ওর জন্য সফরটা কঠিন হবে। তবে আমার মনে হয় ট্যাকটিক্যাল দিক থেকে ও ভালই দল পরিচালনা করবে। অধিনায়ক হিসেবে সাফল্য পাবে। তবে নেতৃত্বের চাপ ব্যাটিংয়ে পড়তে পারে। ও ক্লাস প্লেয়ার। কিন্তু হঠাৎ দলের অধিনায়ক হয়ে গেলে, নিজের ব্যাটিং নিয়ে প্রস্তুতির সময় কমে যায়। সেটা একটা ফ্যাক্টর হতে পারে। অধিনায়ক হলে শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না, আরও দশজনের কথাও ভাবতে হবে। সেটাই ওর কাছে বড় চ্যালেঞ্জ হবে।' নাইটের ধারণা, এই পরিস্থিতির ফায়দা তুলতে চাইবে ইংল্যান্ড। শুভমন গিলকে টার্গেট করবে ব্রিটিশরা‌। তাঁকে দ্রুত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এমন পরিস্থিতিতে তরুণ অধিনায়কের আত্মবিশ্বাস একটু কম থাকে। মানিয়ে নিতে সময় লাগে। সেটাই কাজে লাগাতে চাইবে ইংল্যান্ড শিবির।