আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্টে প্রথম দিনের শেষে এই রেজাল্টের কথা কে ভেবেছিল? অতি বড় ইংল্যান্ডের সমর্থকও কল্পনা করতে পারেনি। যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থের শতরান। দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল এবং ঋষভ পন্থের সেঞ্চুরি। অন্যদিকে ইংল্যান্ডের মাত্র দুটো শতরান। তাসত্ত্বেও বাজি মেরে দিলেন স্টোকসরা।‌ নিজেদের দোষারোপ করা ছাড়া কিছুর করার নেই গিলদের। যা মেনেও নেন তরুণ অধিনায়ক। শুভমন বলেন, 'দারুণ টেস্ট। আমাদের সুযোগ ছিল। ক্যাচ মিস, লোয়ার অর্ডারের রান না পাওয়া পার্থক্য গড়ে দিয়েছে। গতকাল আমরা ভেবেছিলাম ওদের ৪৩০ রানের টার্গেট দিতে পারব। কিন্তু মাত্র ২৫ রানে আমাদের শেষের উইকেটগুলো পড়ে যায়। এমনকী আজও ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলে দেওয়ার পর ভেবেছিলাম আমাদের সুযোগ আছে।' 

ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে নামতে চান। শুভমন বলেন, 'প্রথম ইনিংসের শেষদিকে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমরা সেই নিয়ে আলোচনা করেছি। পরের টেস্টে এই ভুল করলে চলবে না। এরকম উইকেটে খুব বেশি সুযোগ পাওয়া যায় না। তবে আমাদের তরুণ দল। আমরা শিখছি। আশা করছি উন্নতি করব।' প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি যশপ্রীত বুমরা। গুরুত্বপূর্ণ সময় প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর চার উইকেট তুলে নিলেও, ততক্ষণে ম্যাচ অনেকটাই হাত থেকে বেরিয়ে গিয়েছে। টেস্ট হারের পেছনে এটাও একটি কারণ, মেনে নিলেন তরুণ অধিনায়ক। শুভমন বলেন, 'বল পুরোনো হয়ে গেলে রান আটকানো কঠিন। মাঝে উইকেট নেওয়া খুব দরকার। জাদেজা ভাল বল করেছে। কয়েকটা সুযোগ তৈরি হয়েছিল।' পরের টেস্টে বুমরা খেলবে কিনা, সেই বিষয়ে কোনও খোলসা করেননি গিল। জানান, এখনও অনেক সময় আছে। পরের ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।