আজকাল ওয়েবডেস্ক:‌ অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই বিপদে পড়ছে ভারত। এমনই মত দেশের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকারের।


নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ব্যাটিংকে তীব্র কটাক্ষ করেছেন সানি। বিশেষত রোহিতের অতিরিক্ত আক্রমণাত্মক মানসিকতাকে ধিক্কার জানিয়েছেন গাভাসকার। নিজের কলামে সানি বলেছেন, আক্রমণাত্মক ক্রিকেটের জন্যই দলে জায়গা হচ্ছে না পুজারা বা রাহানের মতো ক্রিকেটারদের। এমনকী দেশের বাইরে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের জন্যও আক্রমণাত্মক ক্রিকেটকে দায়ী করেছেন সানি। তাঁর কথায়, ‘‌তিনটে বা চারটে ডট বল হলেই ব্যাটসম্যানরা চার ছয় মারার চেষ্টা করছে। এটা একদিনের ক্রিকেটে হয়। যেখানে সুইং, সিম বা স্পিন অতটা থাকে না। কিন্তু লাল বলের ক্রিকেটে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গেলে ফল ভুগতে হবেই।’‌ 


টেস্টে ব্যাট করতে হলে ধৈর্য্যের দরকার হয় বলে জানিয়েছেন সানি। তিনি বলেছেন, ‘‌টেস্টে ধৈর্য্যের দরকার। অন্তত যে উইকেটে বোলাররা সাহায্য পাচ্ছে সেখানে তো আরও দরকার। কিন্তু আধুনিক ব্যাটাররা তা মানতে চায় না। পাঁচ দিনের ম্যাচে যদি ৫০ ওভারের মতো ব্যাটিং হয় তাহলে এরকমই ফল হবে। এরপরই সানির সংযোজন, ‘‌এই কারণেই পুজারা, রাহানেরা টেস্ট দলে জায়গা পায় না। রাহানে–পুজারা অস্ট্রেলিয়ায় আগেও ভাল করেছে। একই কথা প্রযোজ্য ইংল্যান্ডের ক্ষেত্রেও। অতিরিক্ত আক্রমণাত্মক বা বাজবল তাদের ক্ষতি করছে।