আজকাল ওয়েবডেস্ক: পরের মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। গোড়ালিতে গুরুতর চোট পেলেন তরুণ অল ফরম্যাটের ওপেনার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাওয়া চোট তাঁকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে করে দিল। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে নাও পাওয়া যেতে পারে। কেপটাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে আর অংশ নেবেন না আইয়ুব। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তাঁর এমআরআই সহ অন্যান্য টেস্টে হয়েছে। চিকিৎসকরা তাঁকে ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান আইয়ুব। এক বোর্ড কর্তা জানান, 'তাঁর ডান পায়ের গোড়ালির হাড় ভেঙে গিয়েছে। যা সারতে অন্তত ছয় সপ্তাহ লাগবে।' রিহ্যাবের অঙ্গ হিসেবে মেডিকেল মুন বুট পরানো হচ্ছে পাক ক্রিকেটারকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন আইয়ুব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না। টেস্টে তাঁর বদলে নেওয়া হতে পারে ইমাম উল হককে। একদিনের ক্রিকেটে তাঁর পরিবর্তে দলে ফিরতে পারেন ফকর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইয়ুব খেলতে না পারলে, বড় ধাক্কা খাবে পাকিস্তান। ছন্দে ছিলেন ২২ বছরের বাঁ হাতি। অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনটে শতরান করেন। তারমধ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ জোড়া শতরান করেন।
