আজকাল ওয়েবডেস্ক: ম্যানচেস্টারে ক্রিস ওকসের বল আছড়ে পড়েছিল ঋষভ পন্থের পায়ের পাতায়। যন্ত্রণা কাতর ভারতের উইকেট কিপারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে। হাঁটার ক্ষমতা ছিল না তাঁর। কিন্তু পরের দিনই দলের অসময়ে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন পন্থ। তাঁর সাহসিকতা দেখে কুর্নিশ জানান সবাই। 

পন্থের এহেন চোট থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নয়া নিয়ম চালু করা হল ভারতের ঘরোয়া ক্রিকেটে। নাম দেওয়া হয়েছে সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্টস। ছোট্ট করে এসআইআর। খেলা চলাকালীন কোনও ক্রিকেটার যদি মারাত্মক চোটের সম্মুখীন হন, তাহলে তাঁর পরিবর্ত  নামানো সম্ভব হবে। সেই পরিবর্ত খেলোযাড় শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং ও বোলিংও করতে পারবেন। খুব শীঘ্রই সেই নিয়ম চালু করে দিতে চলেছে বিসিসিআই। অবশ্য এমন নিয়ে নানা মুণির নানা মত। কিন্তু পন্থ ও ওকসের চোট চোখ খুলে দিয়েছে। ম্যানচেস্টারে পন্থ চোট পাওয়ায় ওভালে নামতে পারেননি। এমনকী এশিয়া কাপেও তিনি অনিশ্চিত। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি নিয়মিত কিপার নন। কিন্তু টেস্টে তাঁর জায়গা পাকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে কি পারবেন পন্থ নামতে? পন্থকে নিয়ে প্রশ্ন অনেক। 

আরও পড়ুন: আইপিএলের ধারাভাষ্য থেকে পাঠানকে সরানোর পিছনে এই তারকা, খুল্লমখুল্লা জানালেন প্রাক্তন অলরাউন্ডার

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে ২৮ তারিখ পর্যন্ত। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ১৪ অক্টোবর। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে পন্থের অভাব অনুভূত হবে।

ক্রিস ওকসের বলে পন্থের পায়ের পাতায় চিড় ধরেছিল। পঞ্চম টেস্টে ওকসের কাঁধের হাড় সরে যায়। যন্ত্রণাকাতর ওকস কিন্তু পন্থের মতোই ব্যাট করতে নামেন দ্বিতীয় ইনিংসে। তার পরের ঘটনা তো ইতিহাস। এই রকম চোটের বহর দেখে নতুন নিয়ম চালু করা হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটে।  

ওভালে চোটের জন্য বল করতে পারেননি ওকস। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। প্রথম দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ওকস। কাঁধের হাড় সরে যায়। তার পর আর ম্যাচে নামতে পারেননি। কিন্তু দলের প্রয়োজনে তিনি নিজের জীবন বাজি রাখেন। ভাঙা হাতে লড়াই করে যান ওকস। 

এক হাতে ব্যাট। অন্য হাত স্ট্র্যাপ দিয়ে মোড়ানো ছিল। স্ট্রাইক পেলে এক হাতে তাঁকে ব্যাট করতে হবে। এমনকী বোলাররা তাঁকে ব্যাকফুটে ফেলার জন্য কাঁধ লক্ষ্য করে বল করতেও পারেন। ওকস দেশের জন্য, দলের জন্য সাহসের পরিচয় দেন। কিন্তু এত চোট নিয়ে কি স্বাভাবিক খেলা কেউ খেলতে পারে? এরকম পরিস্থিতিতে একটা দল সুবিধা পায়। অন্য দল পায় না। এসব দেখে শুনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নতুন নিয়ম চালুই করে ফেলল।  

আরও পড়ুন: জীবনের প্রথম ডার্বি ছিল 'অভিশাপ', হারিয়েই গেলেন ইস্টবেঙ্গলের 'অমূল্য' ফুটবলার, কেউ কি মনে রেখেছেন তাঁকে?